জীবন হলো সেকেন্ড ও মিনিটের সমন্বিত সমষ্টি

শিক্ষক ক্লাসে ঢুকেই ছাত্রদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করলেনঃ
বলতো একব্যক্তির হাতে যদি ৮৬৪০০/ডলার থাকে এবং কেউ যদি তার নিকট থেকে মাত্র ১০ ডলার নিয়ে চম্পট দেয়,তবে কি ডলার হাতে লোকটি অবশিষ্ট ৮৬৩৯০ নিয়ে দাঁড়িয়ে থাকবে না ছিনতাইকারিকে ধরার জন্য তার পিছনে দৌড়াবে ?

ছাত্ররা সমস্বরে জবাব দিলঃ
অবশিষ্ট ডলার গুলো যেন কেউ নিতে না পারে সেদিকে খেয়াল রাখবে এবং অবশ্যই চোরের পেছনে দৌড়াবে না।
শিক্ষক বললেন, বুদ্ধিমান লোকের এমনটিই করা উচিৎ, কিন্তু অধিকাংশ মানুষই এর বিপরীতটা ই করে থাকেন।
ছাত্ররা বলল, কে এমনটি করে একটু বুঝিয়ে বলুন?
শিক্ষক বললেন আমরা সবাই এমনটি করে থাকি।
দেখ, একদিন এক রাতে ২৪ঘন্টায় মোট ৮৬৪০০ সেকেন্ড হয়, কারো মুহুর্তের একটু বিরূপ সমালোচনা আমাদের মুড নষ্ট করে দেয় অথবা আমরা অসতর্ক থেকে হয়তো কিছু হারিয়ে ফেলি, অথবা কারো অশালীন কথায় মনোকষ্টে ভুগি, প্রতিশোধ নেয়ার চিন্তায় আমরা ঘন্টার পর ঘন্টা দুশ্চিন্তা ও হতাশায় কত মূল্যবান সময় নষ্ট করি, মাত্র পাঁচটি সেকেন্ডের অঘটন নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি,অথচ আমাদের জীবনের অবশিষ্ট সময়টা কোন কল্যাণকর কাজে লাগিয়ে আমরা মহৎ কোন উদ্দেশ্য সাধন করতে পারি।
সুতরাং তোমরা সতর্ক থাকবে পাঁচ মিনিটের জন্য পুরো ২৪ঘন্টা নষ্ট করবে না। তোমরা তোমাদের ভেতরের শক্তিটা কাজে লাগাবে, সবসময়ই মন মেজাজ ভালো রেখে কিছু করার চেষ্টা অব্যাহত রাখবে।আর অবশ্যই স্মরন রাখবে সেকেন্ড ও মিনিট এর সমষ্টির নাম জীবন।
লিখে রাখবেঃ
সম্পদের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। জীবনের যে মূহুর্তটি হারিয়েছে তা কখনোই আর ফিরে আসবে না।
কবির কথায়ঃ
دقات قلب المرء قائلة له
إن الحياة دقائق وثوان
মানুষের হার্টবিট যেন অবিরাম বলে চলেছে,
জীবন হলো সেকেন্ড ও মিনিটের সমন্বিত সমষ্টি

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button
slot gacor skybet88 slot online skybet88 skybet88 skybet88 slot gacor skybet88 slot bonus new member skybet88 skybet88 skybet88 slot shopeepay slot gacor skybet88 demo slot skybet88 skybet88 skybet88 skybet88