ইমাম নববীর ৪০ হাদীস ( হাদীস নং- ২৭)

হাদীস-২৭

শিরোনামঃ পুণ্য পাপ

الحديث السابع والعشرون

“البر حسن الخلق”

عَنْ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: “الْبِرُّ حُسْنُ الْخُلُقِ، وَالْإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِك، وَكَرِهْت أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ” رَوَاهُ مُسْلِمٌ [رقم:2553].

وَعَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: أَتَيْت رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فَقَالَ: “جِئْتَ تَسْأَلُ عَنْ الْبِرِّ؟ قُلْت: نَعَمْ. فقَالَ: استفت قلبك، الْبِرُّ مَا اطْمَأَنَّتْ إلَيْهِ النَّفْسُ، وَاطْمَأَنَّ إلَيْهِ الْقَلْبُ، وَالْإِثْمُ مَا حَاكَ فِي النَّفْسِ وَتَرَدَّدَ فِي الصَّدْرِ، وَإِنْ أَفْتَاك النَّاسُ وَأَفْتَوْك” .

حَدِيثٌ حَسَنٌ، رَوَيْنَاهُ في مُسْنَدَي الْإِمَامَيْنِ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ [رقم:4/227]، وَالدَّارِمِيّ [2/246] بِإِسْنَادٍ حَسَنٍ.

আন নাওয়াস বিন সাম’আন (রা:) হতে বর্ণিত, তিনি নবী (সা:) হতে বর্ণনা করেছেন, নবী (সা:) বলেছেন : উত্তম চরিত্র হচ্ছে পুণ্য, আর গুনাহ হচ্ছে যা তোমার হৃদয়ে সন্দেহ সৃষ্টি করে এবং লোকে তা জানুক তা তুমি অপছন্দ কর । -মুসলিম।

ওয়াবেসা বিন মা’বাদ (রা:) হতে বর্ণিত, তিনি বলেন : আমি একদা রাসূল (সা:) এর  নিকট আসলে তিনি বললেন : তুমি কি পুণ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছ? আমি বললাম জী হ্যাঁ । তিনি বললেন : নিজের মনকে জিজ্ঞাসা কর যে ব্যাপারে তোমার হৃদয় ও মন আশ্বস্ত থাকে তাই পুন্য, আর গুনাহ হচ্ছে যা তোমার হৃদয়ে অস্বস্তি স্পষ্ট করে ও সংশয়ের উৎপত্তি করে যদিও সে ব্যাপারে লোকে ইতিবাচক ফাতাওয়া প্রদান করে ।

হাসান হাদীস , যা আমি দুই ইমাম আহমাদ ও আদদারেমীর মুসনাদ থেকে উত্তম সনদে উদ্ধৃত করেছি।

হাদীসের শিক্ষাঃ

  1. উত্তম চরিত্র সর্বোচ্চ পর্যায়ের পুণ্য , দ্বীন ইসলামে উত্তম চরিত্রের মর্যাদা  সুমহান ।
  2. যে কাজ হৃদয়ে সংশয়ের সৃষ্টি করে ও লোকে জানুক এই ভয় হয় তাই গুনাহের কাজ।
  3. কাজ সম্পাদনের পূর্বে সে সম্পর্কে ফাতাওয়া হৃদয়ের  অস্বস্তি সম্পর্কে নিশ্চিত হতে হবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
slot gacor skybet88 slot online skybet88 skybet88 skybet88 slot gacor skybet88 slot bonus new member skybet88 skybet88 skybet88 slot shopeepay slot gacor skybet88 demo slot skybet88 skybet88 skybet88 skybet88