কবিতা : অপেক্ষার প্রহর

প্রবাদ বচনঃ
অপেক্ষা নাকি মৃত্যু- যন্ত্রনার চেয়ে ও কঠিনতর।
الإنتظار اشد من الموت
ঢাকার রাস্তায় বের হলে ‘জ্যাম’র কথা মাথায় রেখেই বের হতে হয়, তাই দুঘন্টা আগেই বের হয়েছিলাম,কিন্তু যাত্রাবাড়ি থেকে বনশ্রী হয়ে মাত্র এক ঘণ্টায় বিমান বন্দরে পৌঁছে গেলাম ।তখন দুটো,আর বিকেল চারটায় ঢাকা রাজশাহী নভো এয়ার এ আমার ফ্লাইট।
সময়টা কাজে লাগানোর জন্য নেট ঘেঁটে একটা আধুনিক আরবি কবিতা বের করে এর সারাংশ বাংলায় তুলে ধরলামঃ
قد كنت مثلك فى العشرين فاتنة
جميلة الوجه مثل البدر إن طلعا
বয়স যখন বিশের কোটায়, তোমার মতো ই আমার ও ছিল রূপ, ছিল উম্মাদনা
সৃষ্টি-সহায়ক ও চিত্তাকর্ষক লাবন্য,সুন্দর চেহারা বিশিষ্ট মুখ মন্ডল যেন সদ্য উদিত পূর্নিমার চাঁদ।
ممشوقة القد والانظار ترمقنى
مخمرة الخد كالتفاح إن ينعا
ছিলাম দীর্ঘকায়ী ও সুঠামদেহী,দর্শকদের চোখ গুলো আমার দিকে সারাক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত ,
রক্তিম বর্ণের গাল দুটো যেন পরিপক্ক দুটি আপেল সদৃশ।
والشمس كانت تسألنى قبيل الفجر
الا أغطى خيوط النور إن سطعا
ঊষালগ্নে সূর্য আমায় জিজ্ঞেস করতো,
আলোর উজ্বল কিরণ মালা কি ছড়িয়ে দিবনা?
اسكرت من حسنى الفتان افئدة
ما جربت قط إلا الدين والورعا
আমার পাগল করা সৌন্দর্য দিয়ে অসংখ্য মনকে নেশা গ্রস্থ করেছি ,
তবে দীনদার মুত্তাকিরা কখনো আমার ফাঁদে পড়ে নি।
ستون مرت وصرت اليوم عاجزة
والدهر يحصد ما فى الرأس قد زرعا
আমার জীবনের ষাট বছর অতিক্রান্ত ,  আজ আমি অক্ষম, দুর্বল,
আর আমার মাথায় যুগের ফসল পেকেছে,কাল চুল পেকে সাদা হয়েছে।
أمشى وعكازى المعكوف يمسكنى
والعجز عم وكل الخوف أن اقعا
আমি পথ চলি তবে হাতের শক্ত লাঠিটি অবলম্বনে, দুর্বলতা শরীরের সবখানে ছেয়ে গেছে,
সবসময়ই ভয় হয়, কখন যে পড়ে যাই!
الكل يفنى ويبقى الله خالقنا
فهو الذى أعطى وهو الذى منعا
আমরা সবাই নিশ্চিহ্ন হব , কিন্তু আমাদের স্রষ্টা মহান আল্লাহ অবিনশ্বর,যিনি তাঁর বান্দাদের প্রতি সদয় হয়ে দান করেন,
আবার তিনি ই আমাদের কল্যাণের জন্যই তাঁর দান থেকে আমাদের বঞ্চিত রাখেন।
[আব্দুল্লাহ আবদুস সামী’র কবিতা

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
skybet88 skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 slot bonus new member skybet88 skybet88 slot gacor skybet88 skybet88