উত্তর : এরূপ অবস্থায় স্বামীকে আর কিছুই দিতে হবে না। বরং স্ত্রী স্বেচ্ছায় সংসার ত্যাগ করতে চাইলে তাকে স্বামী প্রদত্ত পুরা মোহরানা ফেরত দিয়ে ‘খোলা’-র মাধ্যমে বিচ্ছিন্ন হ’তে হবে (বুখারী হা/৫২৭৩; মিশকাত হা/৩২৭৪)।
ইসলাম ধর্ম মতে মোহরানা বিয়ে আসরেই পরিশোধ করতে হয়। মোহরানা না দিয়ে সংসার করা ঠিক নয় । কোন কারণে বাকি রাখলে যত দ্রুত সম্ভব মোহর আদায় করতে হবে। এমনকি যে কেউ তালাক দিলেও সেটা পরশোধ করতে হবে। যেহেতু উনারা সংসার করেছেন। কাজেই আপনার উত্তর সঠিক নয়। আপনার দেওয়ায় রেফারেন্স হাদিছ বুখারি শরীফে খুজে পাইনি।
ইসলাম ধর্ম মতে মোহরানা বিয়ে আসরেই পরিশোধ করতে হয়। মোহরানা না দিয়ে সংসার করা ঠিক নয় । কোন কারণে বাকি রাখলে যত দ্রুত সম্ভব মোহর আদায় করতে হবে। এমনকি যে কেউ তালাক দিলেও সেটা পরশোধ করতে হবে। যেহেতু উনারা সংসার করেছেন। কাজেই আপনার উত্তর সঠিক নয়। আপনার দেওয়ায় রেফারেন্স হাদিছ বুখারি শরীফে খুজে পাইনি।