ইসলামী বই : উপদেশ
দ্বীন হলো উপদেশ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
অনুবাদ : কুরআন বিশ্বজগতের জন্য উপদেশ। (সূরা ক্বলম, আয়াত নং-৫২)।
এছাড়া অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
অর্থ: তোমাদের মধ্যে এরুপ এক সম্প্রদায় হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহবান করবে এবং ভাল কাজের আদেশ করবে ও মন্দ কাজের নিষেধ করবে আর তারাই সুফলপ্রাপ্ত হবে। (সূরা আলে ইমরান, আয়াত নং-১০৪)
এছাড়া রাসূলুল্লাহ (সা) বলেন,
“ﺍﻟﺪِّﻳﻦُ ﺍﻟﻨَّﺼِﻴﺤَﺔ – দ্বীন হচ্ছে সৎ উপদেশ।” – সুনান আন নাসাঈ: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ: খণ্ড – ০৪: হাদীস-৪২০
এই উপদেশ অনুযায়ী শাইখ আব্দুর রাযযাক বিন ইউসুফ পাঠকদের জন্য নিয়ে এলেন একটি চমৎকার বই যার নাম “উপদেশ”।
বইটিতে থাকছে কুরআন ও ছহীহ হাদীছের আলোকে নিম্নে উল্লিখিত বিষয়ের উপর কিছু উপদেশঃ
০১. অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাব্ধান
০২. আত্মসাৎ
০৩. হালাল ও হারাম
০৪. সত্য – মিথ্যা
০৫. নেশাদার দ্রব্য
০৬. গান বাজনা
০৭. অবৈধ সম্পর্ক
০৮. ছবি ও মূরতি
০৯. সূদ ও ঘুষ
১০. শিরক
১১. বিদআত
১২. পরনিন্দা
১৩. সদাচারণ
১৪. ইয়াতীম ও প্রতিবেশী
১৫. সালাম
১৬. খাওয়ার নিয়ম
১৭. নারীর মর্যাদা
১৮. আল্লাহ্র উপর ভরসা
১৯. আল্লাহভীতি
২০. তাকওয়া
২১. আল্লাহ্র ক্ষমা
২২. আল্লাহ্র দয়া
২৩. আল্লাহ্র নিকট প্রার্থনা
২৪. ভাল কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ
২৫. নফল ছলাত
২৬. ফরয ছলাত
২৭. আযান
২৮. ছালাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো
২৯. দুনিয়ার প্রতি অনাগ্রহী
৩০. কুরআন তেলাওাত
৩১. কবরের শাস্তি
৩২. জান্নাত
৩৩. জাহান্নাম
৩৪. যাকাত
৩৫. ছিয়াম
৩৬. হজ্জ
৩৭. আল্লাহ্র পথে দাওয়াত
৩৮. আল্লাহ্র পথে দাওাতের গুরুত্ব
৩৯. দাওাতে অবহেলাকারীর পরিণতি
৪০. আমল বিহীন দাঈর পরিণতি
৪১. বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস
এক নজরে বইটি :
উপদেশ
রচনায়: শাইখ আবদুর রাযযাক বিন ইউসুফ
প্রকাশনায়: নিবরাস ফাউন্ডেশন
পৃষ্ঠা: ৩৮৫
সাইজ: ২.৩ মেগাবাইট
বিশেষ দ্রষ্টব্য: যারা মোবাইলে অপেরা মিনি দিয়ে ব্রাউজ করেন তাদের প্রতি অনুরোধ wordpress server এ ক্লিক করে ডাউনলোড করতে। তাহলে কোন ভেরিফিকেশন ছাড়াই ডাউনলোড করতে পারবেন ইনশা আল্লাহ।