বই : উলুমুল কুরআন

মহান রাব্বুল আলামীন মানব জাতির সার্বিক কল্যাণের জন্য যে মহা গ্রন্থ নাজিল করেছেন, সেই পবিত্র কুরআনুল কারীম কে ভালভাবে বোধগম্য করার জন্য কতিপয় মূলনীতি সম্পর্কে জ্ঞানার্জন একটি অপরিহার্য বিষয় যে গুলোকে “উলুমূল কুরআন” বলা হয়। যে ব্যাপারে পূর্ণাঙ্গ অধ্যয়ন ও গবেষণা ছাড়া তাফসীরুল কুরআন নিজে বোঝা ও তাফসির করা অসম্ভব ও ঝুঁকিপূর্ণ, কেননা যারাই উলুমে কুরআন তথা তাফসীরের মূলনীতি অনুসরণ না করে তাফসীর লিখেছে কিংবা তাফসীর করেছে তাদেরই পদস্খলন ঘটেছে।

বস্তুত “উলুমূল কুরআন” এক সুপ্রশস্ত ব্যাপক ও সমৃদ্ধ ইলম। যেখানে তাফসীর শাস্ত্রের সূচনাকালীন আলোচনা ও মূলনীতিসমূহ সুস্পষ্টভাবে আলোচনা করা হয়ে থাকে। আর এ কারণে যুগযুগ ধরে মানুষ নানাভাবে এর খেদমতের আঞ্জাম দিয়ে আসছে। সংকলিত হয়েছে জগত বিখ্যাত লেখক ও মনীষীদের রচিত হাজার হাজার গ্রন্থ। সেই সকল গ্রন্থসমূহের মধ্যে একটি হলো বক্ষমান গ্রন্থ “উলুমূল কুরআন” যার রচয়িতা হলেন বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, যুগশ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, এবং কালজয়ী ইসলামী লেখক, আল্লামা মুফতী মুহাম্মদ তাকী উসমানী সাহেব। যার মধ্যে তিনি কুরআন বিষয়ক যাবতীয় ইলম ও উসলে তাফসীরের মূলনীতি সমূহ বিস্তারিত আলোচনার পাশাপাশি এই সংক্রান্ত নানাবিধ ভুল-ভ্রান্তি সম্পর্কে তাঁর সূচিন্তিত মতামত, সুগভীর ইসলামিক প্রজ্ঞা এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে আলোচনা পর্যালোচনা করেছেন। যা সম্মানিত পাঠকবৃন্দকে “উলুমুল কুরআন” সংক্রান্ত মূল্যবান ধারণা অর্জনের সহায়ক হবে৷ উসুলে তাফসীরের সীমা অতিক্রম করে যে সকল তাফসীর কারক তাদের কল্পিত চিন্তাধারা, বিশেষ করে জড়বাদী মতাদর্শের অনুসারী, সেই সকল প্রাচ্য-পাশ্চাত্য পণ্ডিতদের মনগড়া উক্তির বিজ্ঞানসম্মত জবাব দেওয়া হয়েছে। এবং এযুগের চাহিদা মাফিক সুচারুভাবে সারাংশ ও সারনির্যাস হিসেবে বইটিতে উপস্থাপন করেছেন। ফলে বইটি জামে মানে পরিপূর্ণ হয়েছে এবং উলুমে কুরআন সংশ্লিষ্ট বিষয়াদি সুন্দর ও সাবলীলভাবে আলোকপাত করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, শতাব্দীকালব্যপি আল কুরআনের বিরুদ্ধে প্রাচ্যবিদ (Orinetalists) এবং খ্রিষ্টান মিশনারীরা বিপুল পরিমাণে অভিযোগ ও যুক্তির ডালি মেলে রেখেছে। এই বইটিতে তাদের এইসব ভ্রান্ত ও অসার অভিযোগসমূহ সার্থকভাবে অপনোদন করা হয়েছে। আশা করি বইটি দ্বারা সকলে উপকৃত হতে পারবেন।

বইটি ডাউনলোড করতে ক্লিক করুন

Google Drive Link

Direct Link

Mega.nz Link

SOURCE

Review from

এ সম্পর্কিত আরও পোস্ট

১টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
slot gacor skybet88 slot online skybet88 skybet88 skybet88 slot gacor skybet88 slot bonus new member skybet88 skybet88 skybet88 slot shopeepay slot gacor skybet88 demo slot skybet88 skybet88 skybet88 skybet88