শাইখ মুহাম্মাদ উযাইর শামস রাহিমাহুল্লাহ’র জীবনী – ০৩
শাইখ মুহাম্মাদ উযাইর শামস রাহিমাহুল্লাহ’র জীবনী – ০৩
অনুবাদ: নাঈম সিদ্দীকী
শাইখ উযাইর শামস রাহিমাহুল্লাহ, আল্লামাহ শামসুল হক আযীমাবাদী, আল্লামাহ আবদুল আযিয মেমোনী ও আল্লামাহ শাহ ইসমাঈল শাহীদ এর বই নিয়ে কাজ করার পাশাপাশি আরও অনেক আলেমের বই নিয়ে কাজ করেছেন। আজকের পর্বে আমরা তাঁর অন্যান্য কাজকর্ম নিয়ে আলোচনা করবো।
তিনি নিম্নোক্ত বইগুলোর তাহকীকের কাজও করেন:
০১) আবুল কাসিম আল-বাগাভীর “আত তারিখ ওয়াফাতিশ শুয়ুখ”। এটি ১৯৮৮ সালে মুম্বাই থেকে প্রকাশিত হয়।
0২) রাওয়াঈ আত তুরাস। এটি ১০টি দুর্লভ প্রবন্ধের সংগ্রহ যা ১৯৯১ সালে মুম্বাই থেকে প্রকাশিত হয়।
০৩) আবু মানসুর আল বাগদাদির “জুজ ফিহি : ইস্তিদরাক উম্মুল মুমিনীন আয়িশাহ আলাস সাহাবাহ”। এটি ১৯৯৬ সালে মুম্বাই থেকে প্রকাশিত হয়।
০৪) আবু আলী জিয়ানির “তাকিদুল মুহমাল ওয়া তাময়িযুল মুশকিল”। এটি ২০০০ সালে মাক্কাহ থেকে ৩ খণ্ডে প্রকাশিত হয়।
তাহকীকের পাশাপাশি তিনি বিভিন্ন বই ও প্রবন্ধের অনুবাদের কাজও করেন। আরবীতে তার অনুবাদ:
০১) মুসাদ্দাস হালি গদ্যে।
০২) শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলভীর “ইতিহাফ আন-নাবীহ ফিমা ইয়াহতাজ্জু ইলাইহিল মুহাদ্দিস ওয়াল ফকীহ”। শাইখ আতাউল্লাহ হানিফ ভুজিয়ানী এতে নোট যুক্ত করেছেন এবং তা তাঁর মাকতাবা সালাফিয়াহ লাহোর থেকে ২০০৩ সালে প্রকাশ করেছেন।
০৩) শাইখুল কুল ফিল কুল মিঁয়া নাজির হুসাইন দেহলভীর “মিয়ারুল হাক” যা এখনও সম্পূর্ণ হয়নি।
তাঁর উর্দু ভাষায় অনুবাদ:
০১) শাইখ আবদুল কাদির সিন্ধির “পারদে কে আহকাম”।
০২) “কাওয়ায়েদ তারতীল” দার আল-ওয়াসীলাহ জেদ্দা থেকে প্রকাশিত।
০৩) ইসলামী ফিকহ একাডেমী জেদ্দার রেজোলিউশন ও পরামর্শসমূহ।
তার মাকালাত: সম্প্রতি, হাফেয শাহিদ মাহমুদ শাইখ উযাইর শামসের মাকালাত সংকলন করেছেন এবং ইহইয়াউত তুরাস কুয়েতের অধীনে শাইখ আরিফ জাভেদ মুহাম্মাদির প্রকাশনা প্রতিষ্ঠান “দার আবি তৈয়ব” থেকে এর প্রথম খন্ড প্রকাশ করেছেন। আরও খণ্ড প্রস্তুত করা হচ্ছে এবং শীঘ্রই প্রকাশিত হবে ইনশাআল্লাহ।
জামিয়াহ সালাফিয়াহ বানারাসে অধ্যয়নকালে, শাইখ উযাইর শামস ৬০০ জনেরও বেশি আহলে হাদীস আলেমের জীবনী সংকলন করেন কিন্তু তিনি তা এখনও প্রকাশ করেননি।
শাইখ আতাউল্লাহ হানিফ ভুজিয়ানীর প্রবন্ধ সংগ্রহে তার ভূমিকা: শাইখ উযাইর শামস শাইখ আতাউল্লাহ হানিফ ভুজিয়ানী রচিত সমস্ত নিবন্ধ ও ফতোয়াগুলোর একটি সংগ্রহ তৈরি করেছিলেন, এবং এই নিবন্ধগুলি ও ফতোয়াগুলি তারপরে শাইখ আতাউল্লাহ হানিফ ভুজিয়ানীর পুত্র শাইখ আহমাদ শাকির সংকলন করেছেন এবং মাকতাবা সালাফিয়াহ লাহোর কর্তৃক “আসারে হানিফ ভুজিয়ানী” নামে ৪ খন্ডে প্রকাশিত হয়েছে।
শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়ার বই নিয়ে তাঁর কাজ: শাইখ উযাইর শামস শাইখুল ইসলাম আহমাদ ইবন তাইমিয়ার বইয়ের উপর প্রচুর কাজ করেছেন এবং তিনি এর জন্য বিশ্বজুড়ে খ্যাটি লাভ করেন। একটা সময় তিনি “বর্তমান যুগের ইবন তাইমিয়া” নামে পরিচিতি লাভ করেন। শাইখ উযাইর শামস নিম্নলিখিত কাজগুলি করেছিলেন:
০১) তিনি শাইখুল ইসলাম ইবন তাইমিয়াহ এবং তার জীবনী সম্পর্কে আলেমদের সমস্ত উল্লেখ “আল-জামি লি সিরাহ শাইখ আল-ইসলাম ইবন তাইমিয়াহ” নামে সংকলন করেছেন। এটি ১৯৯৯ সালে মাক্কাহ থেকে প্রকাশিত হয় এবং তিনি কিছু বিষয়ে নোট করেছিলেন যারা তার সমালোচনা করেছিলেন। শাইখ আলী আল-ইমরান এই রচনাটির সহ-লেখক যা “দার আলম আল-ফাওয়াইদ” দ্বারা প্রকাশিত হয়েছিল, আল্লামাহ বকর আবু যায়েদের তত্ত্বাবধানে এবং ভূমিকায়, ৯৫৫ পৃষ্ঠায়। শাইখ আলী আল-ইমরান ১৬৪ পৃষ্ঠায় “তাকমিলাহ আল-জামি লি সিরাহ শায়খিল ইসলাম ইবন তাইমিয়াহ” নামে এটিতে দ্বিতীয় ছোট খণ্ড যুক্ত করেছেন।
০২) তিনি শাইখুল ইসলাম ইবন তাইমিয়ার উপর লেখা ১৪ এবং ১৫ শতাব্দীতে প্রকাশিত সমস্ত রচনার একটি সংগ্রহ সংকলন করেছেন, তা একটি বই বা নিবন্ধ বা বিশ্ববিদ্যালয় মাকালাহ। এই কাজ এখনো চলছে।
০৩) তিনি শাইখুল ইসলাম ইবন তাইমিয়ার বিভিন্ন ভাষায় অনূদিত সমস্ত পাণ্ডুলিপি, বিভিন্ন প্রকাশিত সংস্করণ এবং বইয়ের একটি তালিকা সংকলন করেছেন। এই সংগ্রহ তৈরি এখনও চলছে।
০৪) তিনি শাইখুল ইসলাম ইবন তাইমিয়ার কিছু ফতোয়া নির্বাচন ও সংক্ষিপ্ত করেছেন, যেগুলি পরবর্তীতে হাফেয আবদুল জব্বার উর্দুতে অনুবাদ করেছেন এবং দার আবি তৈয়ব দ্বারা “ফতওয়া শায়খুল ইসলাম ইবন তাইমিয়া” নামে ৫ খন্ডে প্রকাশিত হয়েছে।
০৫) তিনি ইউরোপ এবং অন্যান্য লাইব্রেরি থেকে পাণ্ডুলিপি সংগ্রহ করে প্রথমবারের মতো শাইখুল ইসলামের অনেক বই ও পত্র প্রকাশ করেন। তিনি আল্লামাহ বকর আবু যায়েদ কর্তৃক প্রতিষ্ঠিত ইদারাহ “দার আলম আল-ফাওয়াইদ” এর অধীনে “জামি আল-মাসায়েল লি শাইখিল ইসলাম আহমাদ ইবন আবদিল হালীম বিন আবদিস সালাম বিন তাইমিয়াহ” নামে ২০০২ সালে মাক্কাহ থেকে এই বইগুলি প্রকাশ করেন।
“জামি আল-মাসায়েল”-এ শাইখুল ইসলাম ইবন তাইমিয়ার লিখনির ৯ টি খণ্ড রয়েছে এবং এই সমস্ত খন্ড ৭ এবং ৯ ছাড়াও শাইখ উযাইর শামস দ্বারা তাহকীক করা হয়েছে। “জামি আল-মাসায়েল” এর ৭ম খন্ডকে শাইখ আলী আল-ইমরান এবং ৯ম খন্ডকে শাইখ আব্দুর রাহমান ইবন হাসান কায়েদ তাহকীক করেছেন।
“দার আলম আল-ফাওয়াইদ” শাইখুল ইসলাম ইবন তাইমিয়ার অন্যান্য বইও প্রথমবারের মতো বা সম্পূর্ণরূপে প্রকাশ করেছে এবং এর মধ্যে কয়েকটি বই শাইখ উযাইর শামস কতৃক তাহকীক করা হয়েছে যেমন:
০১) কায়িদাহ ফিল ইসতিহসান। এটি ১৯৯৯ সালে মাক্কাহ থেকে প্রকাশ করা হয়।
০২) জাওয়াব আল-ইতিরাযাত আল-মিসরিয়াহ আলা ফুতিয়া আল-হামাবিয়াহ। এটি ২০০৯ সালে মাক্কাহ থেকে প্রকাশ করা হয়।
০৩) “তানবীহ আর-রাজুল আল-আকিল আলা তামবিয়াহ আল-জাদাল বিল বাতিল” ২ খণ্ডে ২০০৫ সালে মাক্কাহ থেকে শাইখ আলী আল-ইমরানের সাথে প্রকাশ করা হয়।
০৪) শারহুল উমদাহ। এটি ২০১৬ সালে ৫ খণ্ডে মাক্কাহ থেকে প্রকাশিত হয়। শাইখ উযাইর শামস ৪র্থ এবং ৫ম খন্ড তাহকীক করেছেন যেটি তার ছাত্র শাইখ নাবীল নিসার শেখ সিন্ধী তাখরিজ করেছিলেন, আর প্রথম দুটি খণ্ড শাইখ আজমল আল-ইসলাহি এবং তৃতীয়টি শাইখ আলী আল-ইমরান কতৃক তাহকীক করা হয়েছে।
দার আলম আল-ফাওয়াইদ দ্বারা প্রকাশিত এই বইগুলির সাথে, শাইখ উযাইর শামস দার আল-খাজানাহ কর্তৃক প্রকাশিত শাইখুল ইসলাম ইবন তাইমিয়ার “শারহু হাদীস ইন্নামাল আমালু বিন নিয়াত” বইটিও তাহকীক করেছেন। এটি ২০১৮ সালে কুয়েত থেকে প্রকাশিত হয়।
অক্টোবর ১৮, ২০২২
সম্পাদনা: মুহাম্মাদ ওমার ফারুক মিল্কি