বসনীয় গণহত্যা : ইউরোপের সবচেয়ে বড় গণহত্যা

৭ই এপ্রিল : বসনীয় গণহত্যার শুরু

নাস্তিক-মুক্তমনা ও অন্যান্য ইসলামবিদ্বেষীরা সব সময়ে প্রমাণ করতে চায় যে ইসলাম একটা বর্বর ধর্ম,মুসলিমরা সব থেকে বর্বর জাতি। তারা ইতিহাস ঘেটে সবসময়ে একটা জিনিস দেখাতে চায়, তা হচ্ছে আর্মেনিয়দের উপর তুর্কী উসমানী খলিফাদের হত্যাকাণ্ডের(?) মিথ্যা কাহিনী।কিন্তু এই অজ্ঞরা কখনো মুসলিমদের উপর অতীত ও বর্তমানে যেসব ভয়াবহ হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেগুলোর কথা বলবে না। ইতিহাস ঘাটলে দেখা যায় যে, যত ভয়াবহ হত্যাকাণ্ড এ যাবত ঘটেছে, তার অধিকাংশই মুসলিমদের বিরুদ্ধে।মুসলিমরা বরাবরই মজলুম ছিল; জালিম নয়। অনেক সচেতন মুসলিমও বসনিয়া গণহত্যার ব্যাপারে খুব একটা অবহিত নয়। এই পোস্টে একেবারে নিকট অতীতে মুসলিম জাতির উপর সংঘটিত এক ভয়াবহ গণহত্যার কাহিনী বলা হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা ঘটে বসনিয়ার যুদ্ধে। এই যুদ্ধের প্রধান শিকার হয় মূলত বসনিয়ার মুসলিমরা। সেই গণহত্যার ২৪ বছর পূর্ণ হচ্ছে আজ ৭ এপ্রিল।বসনিয়ার যুদ্ধ শুরু হয় ১৯৯২ সালের ৭ এপ্রিল, শেষ হয় ১৯৯৫ সালের ডিসেম্বরে। প্রায় চার বছর স্থায়ী এই যুদ্ধে মূলত বসনিয়ার মুসলিমদের নির্মূল করার উদ্দেশ্যে জাতিগত ‘’শুদ্ধি অভিযান’’ চালায় সার্বরা। নির্বিচার গণহত্যা ও ধর্ষণ যুদ্ধজয়ের কৌশল হিসেবে ব্যবহার করে সার্বরা। ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী এ যুদ্ধে এক লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটে, বাস্তুচ্যুত হয় ২২ লাখ।

সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়া প্রজাতন্ত্র ভেঙে ছয়টি স্বাধীন দেশ আত্মপ্রকাশ করে। ১৯৯২ সালের ১ মার্চ যুগোস্লাভিয়ার কাছ থেকে স্বাধীনতা পায় বসনিয়া-হার্জেগোভিনা। কিন্তু সদ্য স্বাধীন দেশটির নিয়ন্ত্রণ নিয়ে তখন শুরু হয় দ্বন্দ্ব। তিন জাতিগোষ্ঠীর মধ্যে বসনিয়াক নামে পরিচিতরা ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা। তারা ছিল স্বাধীন বসনিয়া গঠনের পক্ষে। অপর দুই জাতি বসনীয় ক্রোয়েট ও বসনীয় সার্বরাও নতুন করে বিচ্ছিন্ন হওয়ার দাবি তোলে। ক্রোয়েটরা প্রতিবেশী ক্রোয়েশিয়ার আর সার্বরা সার্বিয়ার সঙ্গে এক হয়ে যেতে চায়।

সার্বদের কর্তৃত্ব থেকে মুক্তি পেতে যুগোস্লাভিয়ার মুসলিম ও ক্রোয়েটরা বরাবরই স্বাধীনতার দাবি জানিয়ে আসছিল। কিন্তু তাদের এই দাবির বৈধতা অর্জনের পথে বাধা হিয়ে দাঁড়ায় ইউরোপের বিভিন্ন দেশ ও মার্কিন সরকার। তারা গণভোটের শর্ত জুড়ে দেয়। বসনীয় সার্বরা গণভোট বর্জন করে তাদের নেতৃত্বে একটি রাষ্ট্র গঠনের দাবি জানায়। কিন্তু বসনিয়ার সরকার পূর্বসমঝোতার ভিত্তিতে আন্তর্জাতিক নীতি অনুযায়ী গণভোট দেয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই গণভোটে দেশটির ৬৪ শতাংশ নাগরিক একটি অবিভক্ত ও স্বাধীন বসনিয়া গড়ার পক্ষে রায় দেন। কিন্তু একটি স্বাধীন দেশ হিসেবে ইউরোপীয় কমিউনিটির স্বীকৃতির দিনই ১৯৯২ সালের ৭ এপ্রিল সার্ব আগ্রাসনের শিকার হয় বসনিয়া-হার্জেগোভিনা।

বসনিয়া-হার্জেগোভিনার দ্বন্দ্ব-বিভেদ সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে বসনিয়ার পূর্বাঞ্চলে। এই সুযোগে সার্বিয়ার সীমান্ত লাগোয়া ওই অঞ্চলে সার্বিয়ার আধিপত্য প্রতিষ্ঠার ঘোষণা দেয় সার্ব জাতীয়তাবাদীরা। বহিরাগত ও দখলদার এই সার্বদের নেতৃত্ব দেয় রাদোভান কারাদজিচ। সার্বিয়ার সেনাবাহিনীর সহায়তায় সে ১৯৯২ সালের ২ মে বসনিয়ার রাজধানী সারায়েভো দখল করে। বসনিয়াক ও ক্রোয়েটদের বিতাড়িত করে বসনিয়ার বিশাল অংশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সার্বদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন করেন। আর নিজেকে ঘোষণা দেয় প্রেসিডেন্ট হিসেবে। দখল করা এ রাষ্ট্রের সেনাপ্রধান নিযুক্ত হয় সার্বিয়ার সাবেক সেনা কর্মকর্তা রাতকো ম্লাদিচ। ‘বসনিয়ার কসাই’ নামে কুখ্যাত ম্লাদিচের নেতৃত্বে সার্ব সেনারা বসনিয়ার একের পর এক এলাকার দখল নিতে শুরু করে। নিজেদের অস্তিত্ব রক্ষায় বসনিয়াক মুসলমানরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে।ক্রোয়েটরাও ছিল সার্বদের মতই অর্থোডোক্স খ্রিষ্টান। সার্বদের মূল আক্রোশ ছিল বসনিয়াক মুসলিমদের উপর।তারা পরবর্তীতে স্বীকার করে যে তাদের মূল উদ্যেশ্য ছিল বসনিয়া থেকে মুসলিমদের সম্পূর্ণ নির্মূল করা।

১৯৯৫ সালের গোড়ার দিকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মহল সার্বদের প্রতি বসনিয়া থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানায়। কিন্তু তারা আহ্বানে সাড়া দেয় না। পরাজয়ের আগে ইতিহাসের নৃশংসতম গণহত্যা চালায় ম্লাদিচ বাহিনী। জাতিসংঘ ঘোষিত বসনিয়ার ‘নিরাপদ এলাকা’ সেব্রেনিচায় আশ্রয় নেওয়া কয়েক লাখ নিরস্ত্র মুসলমানের ওপর সর্বাত্মক হামলা চালায় তারা। ১৯৯৫ সালের ১১ জুলাই আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে আট হাজার মুসলমানকে হত্যা করে ম্লাদিচের নেতৃত্বাধীন বাহিনী। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় গণহত্যা। সেব্রেনিচা ছাড়া আরো পাঁচটি অঞ্চল—সারায়েভো, বিহাচ, তুজলা, গোরাজদে ও জেপাকে ‘নিরাপদ এলাকা’ ঘোষণার প্রস্তাব দেওয়া হয়, যাতে সার্বদের হামলা থেকে মুসলমানরা রক্ষা পায়। ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর প্যারিসে সই করা ডেটন চুক্তি অনুসারে সেনা প্রত্যাহার করে সার্বরা। কিন্তু ততদিনে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যাটি মুসলিম উম্মাহর উপরে সংঘটিত হয়ে গেছে।

আর কতকাল মুসলিম উম্মাহর উপর এমন সামরিক ও বুদ্ধিবৃত্তিক আগ্রাসন চলবে? সেই ভয়াবহ অন্যায় যুদ্ধের ২৪ বছর পার হয়ে গেল।মুসলিমরা কি এখনো ঐক্যবদ্ধ হবে না? মুসলিমরা কি এখনো অজ্ঞ থেকে যাবে, নিজ ইতিহাস সম্পর্কে, মজলুম হবার কারণ সম্পর্কে?

সূত্র

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button
slot online skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 rtp slot slot bonus new member skybet88 mix parlay slot gacor slot shopeepay mix parlay skybet88 slot bonus new member