মহানবী (সা.) এর প্রতিরক্ষা কৌশল
মেজর জেনারেল আকবর খান দু‘টি বিশ্বযুদ্ধেই অংশগ্রহণকারী সৈনিক এবং আধুনিক সমরনীতি ও সামরিক কলাকৌশল সম্পর্কে অভিজ্ঞ একজন সফল অধিনায়ক। ‘মহানবী (সা.) এর প্রতিরক্ষা কৌশল’ লেখকের বিখ্যাত গ্রন্থ ‘হাদীসে দেফা’র বাংলা অনুবাদ। বইটিতে পৃথিবীর ইতিহাসে দক্ষ ও যোগ্য হিসেবে খ্যাত জেনারেলদের পরিচালিত যুদ্ধ এবং সেসব যুদ্ধে অনুসৃত নীতি ও সামরিক কলাকৌশলকে তিনি একদিকে রেখেছেন, অপরদিকে রেখেছেন রাসূল সা. কর্তৃক পরিচালিত জিহাদ ও সেসব জিহাদে অনুসৃত নীতি ও সামরিক কলাকৌশলকে;এরপর উভয়ের চুলচেরা বিচার-বিশ্লেষণের মাধমে দেখিয়েছেন কোনটি শ্রেষ্ঠ ও অনুসরণযোগ্য। সর্বপরি রাসূল স. এর অনুসৃত সামরিক কৌশল সম্পর্কে বাংলা ভাষায় এটিই একমাত্র বই এবং এতে দেখানো হয়েছে, এদিক থেকেও তাঁর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব পৃথিবীর বুকে কত উন্নত ও অনন্য।
এক নজরে বইটি:
মহানবী (সা.) এর প্রতিরক্ষা কৌশল।
লেখক-মেজর জেনারেল আকবর খান।
অনুবাদক-আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী।
প্রকাশনায়- ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
পেজসংখ্যা-৪২৮।
সাইজ: ২৩ মেগাবাইট
ডাউনলোড