ইসলামী বই : আমল ও ইবাদাত

কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী দৈনন্দিন জীবন চালানোর জন্য প্রয়োজনীয় অনেক আমল ও ইবাদাত সহীহ শুদ্ধভাবে জানার বিকল্প নেই। এছাড়া প্রচলিত বিদআত ও নিষিদ্ধ আমল সম্পর্কেও সচেতন থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এই বিষয়গুলো সংক্ষিপ্ত অথচ সুন্দরভাবে তুলে ধরতে ডা: তৌহিদুর রহমান রচনা করেছেন “কুরআন ও সহীহ সুন্নাত অনুযায়ী আমল ও ইবাদত”। বইটিতে বিষয়ভিত্তিক আকারে উযু, সালাত, মাযহাব মানা না মানা ও প্রকৃত চিত্র, বিদআত, মিলাদ, শবে বরাত, বিবিধ নিষিদ্ধ ও অবশ্য পালনীয় আমলসমূহ সম্পর্কে সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল আলোচনা করা হয়েছে।

বইটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:

  • বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত ও তথ্যবহুল আলোচনা
  • বিষয়গুলোকে বিভিন্ন পরিচ্ছেদে বিভক্ত।
  • সুসাব্যস্ত সুন্নাত যা না জানার কারণে উপেক্ষা করা হয় সেগুলোর তালিকা সম্বলিত।
  • ত্রুটিযুক্ত আমল সম্পর্কে আলোচনা।
  • মাযহাব সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর।
  • বিদআত সর্ম্পকে আলোচনা।

 Amol o Ibadat

এক নজরে বইটি :

কুরআন ও সহীহ সুন্নাত অনুযায়ী আমল ও ইবাদত

রচনায়: ডা: তৌহিদুর রহমান, নিউরোলজি বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।

পৃষ্ঠা : ১১৫

সাইজ : ১.৫০ মেগাবাইট

ডাউনলোড

Mediafire Link                  WordPress Server (Mobile Version)

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
kiw kow kan