আল্লাহ তাআলার প্রত্যেক কাজ বা সৃষ্টি হিকমতে ভরপুর প্রত্যেক বস্তুতে তাঁর প্রতিপালকত্বের দলীল এবং একত্বের সাক্ষ্য বিদ্যমান। তাঁর সকল কর্মেই পরিস্ফুটিত হয় তাঁর প্রত্যেক মহামহিমান্বিত ও গৌরবান্বিত গুণ। কিছু সৃষ্টিকে কিছু মর্যাদা ও বিশেষ গুণ দ্বারা নির্দিষ্ট করা, কিছু সময় ও স্থানকে অন্যান্যের উপর প্রাধান্য ও গুরুত্ব দেওয়ার কর্মও তাঁর ঐ হিকমত ও মহত্বের অন্যতম।
আল্লাহ পাক কিছু মাস, দিন ও রাত্রিকে অপরাপর থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন; যাতে তা মুসলিমের আমল বৃদ্ধিতে সহযোগী হয়। তাঁর আনুগত্যে ও ইবাদতে মনোযোগ বৃদ্ধি পায় এবং কর্মঠ মনে নতুন কর্মোদ্যম পুনঃ পুনঃ জাগরিত হয়। অধিক সওয়াবের আশায় সেই কাজে মনের লোভ জেগে ওঠে এবং তার বড় অংশ হাসিলও করে থাকে বান্দা। যাতে মৃত্যু আসার পূর্বে যথা সময়ে তার প্রস্তুতি এবং পুনরুত্থানের জন্য যথেষ্ট পাথেয় সংগ্রহ করে নিতে পারে।
এরকমই দিন হলো জিলহজ্জ মাসের দশ দিন। এর মধ্যে অন্তর্ভূ্ক্ত হাজ্জ ও কুরবানীর দিনগুলো।
কুরবানীর বিধান এর উপর স্বতন্ত্র আবদুল হামীদ ফাইযী আল মাদানী রচিত ” কুরবানীর বিধান” বইটির উপর ভিত্তি করে এই অ্যান্ড্রেয়ড অ্যাপসটি তৈরী করা হয়েছে। যাতে বই না পেয়েও কুরবানীর বিধানগুলো পড়া যায়।
অ্যাপসটিতে যেসব বিষয় আলোচিত হয়েছে :
- যুলহজ্জের প্রথম দশ দিন
- কুরবানী দেওয়ার ইচ্ছা থাকলে কি করবে
- এই দশ দিনের অযীফাহ
- কুরবানীর প্রারম্ভিক ইতিহাস
- কুরবানীর ফযীলত
- কুরবানীর মাহাত্ম্য সংক্রান্ত প্রচলিত কতিপয় অচল হাদীস
- কুরবানীর আহকাম
- কুরবানীর শুদ্ধ হওয়ার শর্তাবলী
- যবেহর নিয়ম-পদ্ধতি
- কুরবানীর দিনের ফযীলত ও তার অযীফাহ
- তাশরীকের দিনসমূহের ফযীলত প্রভৃতি।
ডাউনলোড