আয়েশা (রা) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

মহানবী (সা)-এর স্ত্রীগণের মধ্যে একমাত্র কুমারী স্ত্রী ছিলেন আয়েশা (রা)। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এক বুদ্ধিমতি মহিলা। নবী (সা) নিজেই তাঁর অনেক গুণাগুণ বর্ণা করেছেন। তিনি নারীদের মধ্যে সবচেয়ে বেশী হাদীস বর্ণনাকারী। রাসূল (সা)-এর সাহাবীগণের মধ্যে পুরুষদের মধ্যে অনেকে উচ্চমর্যাদা লাভ করেছিলেন তেমনি নারীদের মধ্যেও অনেকে উচ্চমর্যাদা লাভ করেছিলেন । তাদের মধ্যে আয়েশা (রা) অন্যতম। তাঁর এই কর্মময় জীবনের মধ্যে আমাদের অনেক শিক্ষা রয়েছে।

বর্তমান অধিকাংশ মুসলিমই উম্মুল মুমিনীন তথা মুমিনদের মা (রাসূল (সা)-এর স্ত্রীগণ)কে শুধু মাত্র নামেই চিনে । আর বেশী কিছু জানে না। এই ছোট্ট কিতাবে নবী (সা)-এর অন্তরের সবচেয়ে বেশি প্রিয় স্ত্রীর কথা আলোচনা করা হয়েছে। এই কিতাবে আয়েশা (রা) সম্পর্কে কিছু মহত্ত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা হয়েছে। যাতে নবী (সা)-এর উম্মতের জন্য নবী (সা)-এর সবচেয়ে প্রিয় মানুষটির জীবনী সম্পর্কে পরিচিতি লাভ করা যায়। আর যাতে করে তাদের জীবনধারা মুসলিম জীবনে বাস্তবায়ন করে ইসলামী নূর দ্বারা প্রতিটি ঘর আলোকিত করা যায়। আল্লাহ যেন এর দ্বারা প্রতিটি মুসলিমদের ঘর বরকত দ্বারা পরিপূর্ণ করে দেন। আমীন।

Ayesha (ra) er Jiboni

এক নজরে বইটি :

আয়েশা (রা) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

মূল: আহমাদ আবদুল আলী তাহতাভী

অনুবাদ: শাইখ আবদুর রহমান বিন মোবারক আলী

প্রকাশনায়: পিস পাবলিকেশন-ঢাকা

স্ক্যানিং: amarboi.org

পৃষ্ঠা: ১৩০

সাইজ: ৩ মেগাবাইট

ডাউনলোড

From Mediafire    Google Drive     Copy.com

এ সম্পর্কিত আরও পোস্ট

১টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button