বাংলা-আরবী ডিকশনারী Android App
ইসলামকে জানতে আরবী জানার বিকল্প নেই। কারণ কুরআন হাদীস আরবী ভাষায়। আরবী ভাষায় পান্ডিত্য আমাদের ইসলামকে সহজভাবে বুঝতে সাহায্য করে। আমরা অনেকেই আরবী জ্ঞান অর্জন করছি। আরবী ভাষায় জ্ঞান অর্জনে সহায়ক সঠিক অভিধান বা ডিকশনারী। বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সম্বলিত ফোন সহজলভ্য হওয়ায় আমরা এটিকে জ্ঞান অর্জনের কাজে ব্যবহার করতে পারি। এজন্য এই অ্যাপসটি আরবী-বাংলা ডিকশনারী হিসেবে অসাধারণ। বেশ কিছু ইউনিক ফিচার সম্বলিত এই অ্যাপসটি একই সাথে আরবী টু বাংলা এবং বাংলা টু আরবী ডিকশনারী হিসেবে ব্যবহার করা যায়। এটি সম্পূর্ণ অফলাইন।
অ্যাপসটির অনন্য বৈশিষ্ট্য:
- এটি একই সাথে আরবী-বাংলা এবং বাংলা-আরবী ডিকশনারী।
- কোনরুপ কিবোর্ড প্রয়োজন নেই। এটাতে কিবোর্ড সংযুক্ত রয়েছে (built-in)
- সার্চ করার সময় অটোমেটিক সাজেশন (Auto-Suggestion ) এর সুবিধা।
- অনলাইনে শব্দের উচ্চারণ শুনার সুবিধা রয়েছে।
- প্রয়োজনীয় শব্দগুলো বারবার পড়ার জন্য স্টাডি প্ল্যান (Study Plan) এ যুক্ত করার সুবিধা রয়েছে।
- সার্চকৃত শব্দগুলো History Option এ সংরক্ষিত (Save) হয়।
- নিজের দক্ষতা যাচাই করার জন্য Games Option থেকে MCQ অনুশীলন (practice) করা যাবে।
- ফন্ট বড় ছোট করার, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার সুবিধা সম্বলিত
- অ্যাপস ব্যাকআপ (Backup) এবং রিস্টোর (Restore) করার সুবিধা বিদ্যমান।
অ্যাপসটির ডাউনলোড লিংক
এরকম আরো কিছু অ্যাপস-এর গুগল প্লে লিংক
বোনাস: বাংলা টু ইংরেজী ডিকশনারী
Apps should be given for windows phone store also. Jazakallah.
site টা আমাকে খুব ভাল লাগলো
Ami Khob Khoshe