![](https://www.waytojannah.net/wp-content/uploads/2015/02/Cry-for-Allah-Bangla-744x470.jpg)
বই: আল্লাহর ভয়ে কাঁদা
মানুষ হিসেবে একমাত্র মহান আল্লাহকেই আমাদের ভয় করা উচিত। আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন একমাত্র ইবাদাত করার জন্যই। আমরা মানুষ হিসেবে প্রবৃত্তির তাড়নায় বা শয়তানের কুমন্ত্রণায় ভুল ভ্রান্তি করে থাকি। অনেক সময় আল্লাহর নাফরমানি করি। আবার পড়ে এসব ভেবেই অনুতপ্ত হই। এসময় আল্লাহর নিকটি কেঁদে কেটে তার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাইলে তিনি আমাদের ক্ষমা করে দিবেন বলে আমাদের আশার বাণী শুনিয়েছেন। এভাবে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে, আমাদের দৃষ্টিভঙ্গিরী পরিবর্তন এবং অন্তরকে কোমল করার কৌশল কুরআন সুন্নাহতে বিদ্যমান। এই বিষয়গুলোর উপর রচিত এই বইটি। এটি মূলত শায়খ হুসাইন আল আওয়াইশাহ এর রচিত আরবী বই “আল বুকাউ মিন খাশইয়াতিল্লাহ” এর ইংরেজী অনুবাদ। যিনি ছিলেন শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ)-এর একজন ছাত্র। লেখক তার স্বভাবসুলভ ভঙ্গিতে এ বইটি সাজিয়েছেন কুরআনের আয়াত, নবী (সা)-এর বাণী, সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত এবং ধার্মিক লোকদের ঘটনা প্রবাহ দিয়ে। বইটির বাংলা অনুবাদ প্রকাশ করেছে পিস পাবলিকেশন।
বইটির আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো:
- দুআ সম্পর্কে জরুরী কথা।
- দুআ প্রার্থীর মানসিক অবস্থা।
- আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন।
- আত্মার কাঠিন্যের ব্যাপারে সতর্ক হও।
- নবী (সা), সাহাবাগণের কান্নার দৃষ্টান্ত।
- যে পথে চললে আল্লাহর ভয়ে কান্না আসে।
- মৃত্যুর কথা স্মরণ
- কবর যিয়ারাত করা।
- ক্ষমা চাওয়ার উপায়।
- কুরআন নিয়ে গবেষণা করা।
- তাহাজ্জুদে কান্না, বেশী বেশী নফল কাজ করা।
- আল্লাহর ভয়ে কাঁদার সুফল
- গুরুত্বপূর্ণ দুআ, আমল।
- মৃতদের জন্য দুআ
- পিতামাতা ও সন্তানদের জন্য দুআ
- রাসূল (সা)-এর প্রতি দরুদ
- নামাযের মধ্যে প্রয়োজনীয় দুআ
- দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দুআ
- দুআ কবুল হওয়ার বিশেষ দিন ও সময়।
এক নজরে বইটি :
কুরআন হাদীসের আলোকে আল্লাহর ভয়ে কাঁদা
মূল: শায়খ হুসাইন আল-আওয়াইশাহ
ভাষান্তরে: মু. মুহসিন খান
প্রকাশনায়: পিস পাবলিকেশন
পৃষ্ঠা: ১০০
সাইজ: ৩ মেগাবাইট।
ডাউনলোড
From Mediafire From Google Drive
বইটি স্ক্যান করেছে আমার বই ডট অরগ। আমরা বইটিতে ইন্টারেকটিভ লিংক যুক্ত করেছি। আল্লাহ তাদের কবুল করুন।
আশা করছি এই বইটি আমাদের আত্মাকে পরিশুদ্ধকরতে এবং এ পৃথিবীর সংক্ষিপ্ত জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি স্থায়ীভাবে পরিবর্তন করতে কার্যকরী ভূমিকা রাখবে।
এখানে সহিহুল বুখারী ১ থেকে ১০ খন্ড আছে। http://muminbd.tk/software/list/4305669 শেয়ার করতে পারেন। জাজাকাল্লাহ খইর
awesome islamic pedia