সালাতুর রাসূল (সা) অ্যান্ড্রয়েড অ্যাপস
আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে ইবাদাতের জন্য সৃষ্টি করেছেন। ঈমান আনয়নের পর প্রথম যে আমল করতে হয় তা হচ্ছে সালাত বা নামায। কিয়ামতের দিন প্রথম সালাতের হিসাব গ্রহণ করা হবে। সালাত সম্পর্কে আমরা অনেকেই উদাসীন। আবার অনেকেই সালাত আদায় করলেও রাসূল (সা)-নির্দেশিত পদ্ধতিতে সালাত আদায় করি না। সালাতের পূর্ণাঙ্গ নিয়মের উপর যেসব বই প্রচলিত ও পরিশুদ্ধ সেগুলোর মধ্যে অন্যতম হলো “সালাতুর রাসূল”। অনলাইনে এটি পিডিএফ ও ওয়েবপেজ ফরম্যাটে পাওয়া যায়। বর্তমান সময়ে প্রচলিত অ্যান্ড্রয়েড অ্যাপসেও এর বেশ কয়েকটি ভার্সন বর্তমানে অ্যাভেইলেবল। যেসব ব্যক্তিরা এই অ্যাপস তৈরীতে সময় ব্যয় করেছেন আল্লাহ তাদের কবুল করুন।
সালাতের উপর এই গুরুত্বপূর্ণ অ্যাপসটির অন্যতম বৈশিষ্ট্য:
- কুরআন সুন্নাহর উপর ভিত্তি করে সালাতের উপর পূর্ণাঙ্গ অ্যাপস।
- সালাতের বিষয়ভিত্তিক সূচীপত্র সম্বলিত।
- ফন্ট বড় বা ছোট করার সুবিধা
- একটি ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরিতে যাওয়ার সুবিধা
- প্রত্যেকটি দলীল নিচে ফুটনোট আকারে সংযুক্ত।
- প্রতিটি ফুটনোট ইন্টারেকটিভ লিংক যুক্ত । ফলে ক্লিক করলেই কাঙ্ক্ষিত দলীলে যাওয়া সম্ভব।
- লেখার উপাদানগুলো সিলেক্ট করে (Select করতে লেখার উপরে জোরে চাপ দিন) কপি (copy) বা শেয়ার করার সুযোগ প্রদান।
- প্রতিটি ক্যাটাগরিতে শব্দ অনুযায়ী সার্চ দেয়ার অপশন। সার্চ হতে হবে বাংলায়।
- ওয়েবেও সার্চ দেয়ার অপশন বিদ্যমান।
অ্যাপসটি ইন্সটল করতে ক্লিক করুন।
বিষয়ভিত্তিক এরকম অ্যাপস তৈরীতে অভিজ্ঞদের এগিয়ে আসার প্রতি অনুরোধ রইলো। সেই সাথে অন্যান্য অপারেটিং সিস্টেম যেমন আইফোন অ্যাপস করার দিকেও আমাদের ভাইগণ মনযোগ দিবেন বলে আমরা আশা করি। এরকম বিষয়ভিত্তিক অ্যাপস তৈরীতে কন্টেন্ট (Contents), ডাটা ইনপুট (Data Input) বা ডাটা চেক (Data Check) এর বিষয়ে হেল্প (Help) লাগলে আমরা হেল্প করতে চেস্টা করবো ইনশা আল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করতে : [email protected]।
Is there any apps for windows phone. Or, develop some for windows phone also. Jazakallahu khaira.
এখনো পর্যন্ত পা্ইনি। যদি কেউ করতে চান আমাদের বলবেন। আমরা হেল্প করবো।