
হাদীস কেনো মানতে হবে?
ইসলামের প্রথম থেকে আজ পর্যন্ত ইহুদী-খ্রিষ্টানদের ষড়যন্ত্রে যেভাবে লিপ্ত হয়েছে তাদের থেকেই সৃষ্টি হয়েছে বিভিন্ন ভ্রান্ত মতবাদ। যেগুলোর মধ্যে অন্যতম হলো আহলে কুরআন (যারা শুধু কুরআন অনুসরণ করে হাদীসকে অস্বীকার করে)। এই ভ্রান্তপথের অনুসারীর বর্তমানে আমাদের সমাজে ও ইন্টারনেট জগতে প্রবেশ করেছে। এগুলো ইহুদী খ্রিষ্টানদের দালালী করে মুসলিমদের বিভ্রান্ত করতে চেস্টা করছে। এ বিষয় সবাইকে সচেতন করতে আগেও বেশ কয়েকটি পোস্ট করা হয়েছে। তাদের এই অর্থহীনযুক্তিগুলো সম্পর্কে আরো ভালোভাবে সতর্ক করতে নিম্নের ছোট বইটি অত্যন্ত সহায়ক হবে।
বইটিতে ছোট ছোট অনুচ্ছেদের মাধ্যমে বিভিন্ন বিষয় সুন্দরভাবে ও বিপক্ষের দলীলগুলোকে খন্ডন করা হয়েছে। বইটি লিখেছেন কামাল আহমেদ । এবং এটি প্রকাশ করেছে জায়েদ লাইব্রেরী।
এক নজরে বইটি :
- বইটি ছোট হলেও সুন্দরভাবে পরিচ্ছেদ আকারে বিষয়গুলি তুলে ধরা হয়েছে।
- একই সাথে কুরআন ও হাদীস হতে সুন্দরভাবে দলীলগুলো তুলে ধরা হয়েছে।
- সেই সাথে আয়াত ও হাদীসগুলো ব্যাখ্যা সহজভাবে তুলে ধরা হয়েছে।
- রাসূলের কথা যে ওয়াহী তার প্রমাণ কুরআনের বিভিন্ন আয়াত থেকেই নেয়া হয়েছে।
- মুনকিরীনে হাদীসদের উক্তিগুলো আন্ডারলাইন করে তুলে ধরা হয়েছে সেই সাথে সেগুলো প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।
- কুরআনের ব্যাখ্যার ক্ষেত্রে হাদীসে রাসূলের প্রয়োজনীয়াতা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
- হাদীস অস্বীকারকারীদের বিভিন্ন ফিতনা সম্পর্কে সম্যক ধারণা দেয়া হয়েছে।
আল্লাহ আমাদের এই ফিতনা হতে দূরে রাখুন।
ডাউনলোড
Mediafire Link Google Drive Link Copy.com
এ সম্পর্কিত অন্য পোস্ট
HADIS KENO MANTE HOBE boi ti download kora jachhe na, doya kore link thik kore din
যাযাকাল্লাহ। জানানোর জন্য। লিংক ঠিক করে দেয়া হয়েছে।