মিশকাত শরীফ (১-১১ খন্ড একত্রে)
মিশকাতুল মাসাবীহ হাদীস সংকলন গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। আমাদের উপমহাদেশে এটা বেশ জনপ্রিয় এবং মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। বিশিষ্ট হাদীস গ্রন্থকার শাইখ ওয়ালীউদ্দীন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ওরফে খতীব তাবরেযীর ‘মিশকাতুল মাসাবীহ” আসলে মুহাদ্দিস মুহীউস সুন্নাহ বাগাভী (রহ)-এর ‘মাসাবীহুস সুন্নাহ’ গ্রন্থের বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ।
এতে সহীহুল বুখারী ও মুসলিম ছাড়াও অন্যান্য প্রায় সকল হাদীস গ্রন্থ থেকে হাদীস বিষয় ভিত্তিক এনে সংকলিত করা হয়েছে। মিশকাত শরীফে কোন অধ্যায়ে সাধারণত তিনটি পরিচ্ছেদ থাকে।
প্রথম পরিচ্ছেদে এ শুধুমাত্র বুখারী ও মুসলিমের হাদীস উল্লেখিত থাকে।
দ্বিতীয় পরিচ্ছেদে থাকে অন্যান্য বিখ্যাত হাদীস গ্রন্থ যেমন তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুসনাদ আহমাদ প্রভৃতি গ্রন্থ থেকে উল্লেখিত হাদীস। তবে এগুলোর সনদের দিক থেকে শক্ত হাদীসগুলো এই পরিচ্ছেদে প্রাধান্য পায়।
তৃতীয় পরিচ্ছেদে তুলনামূলক দুর্বল সনদের হাদীসের প্রাধান্য বেশী। এ পরিচ্ছেদে দারে কুতনী, বায়হাকী, রাযীন, শারহুস সুন্নাহ, দারেমী প্রভৃতি হাদীস গ্রন্থের হাদীসের প্রাধান্য বেশী।
আমরা মিশকাতের এই অনুবাদটি সংগ্রহ করেছি সোলেমানীয়া প্রকাশনী থেকে। যেটাতে শুধুমাত্র বাংলা অনুবাদ রয়েছে।
এটি পূর্ণাঙ্গ ১১টি খন্ডে সমাপ্ত। সাইজের কথা চিন্তা করে ধারাবাহিকভাবে খন্ডগুলো প্রকাশ করা হচ্ছে।
বইটি সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য:
- পুরো বইটির অনুবাদ নেয়া হয়েছে সোলেমানীয় প্রকাশনীর অনুবাদ থেকে।
- আরবী ইবারত নেই শুধুমাত্র বাংলা অনুবাদ।
- হাদীসের টীকা অনুবাদক কর্তৃক সংযোজিত।
- হাদীসগুলোর তাহক্বীক আমরা কলম দিয়ে লিখে স্ক্যান করেছি।
- হাদীসের তাহক্বীক গুলো নেয়া হয়েছে শাইখ নাসিরুদ্দীন আলবানী রচিত তাহক্বীক মিশকাত থেকে।
- তাহক্কীক হাদীস গুলোর নম্বর নেয়া হয়েছে মুযাফফর বিন মুহসিন রচিত “মিশকাতে বর্ণিত জাল ও যইফ হাদীস ১ম ও ২য় খন্ড” থেকে নেয়া হয়েছে।
- হাদীসের পরিচ্ছেদগুলোর শিরোনাম অনুবাদক কর্তৃক সংযোজিত।
- কিছু কিছু হাদীস এই অনুবাদটিতে মিসিং রয়েছে সেগুলো পরবর্তীতে সাজিয়ে নেয়া হবে ইনশাআল্লাহ।
- তাহক্বীকে শুধুমাত্র তাহক্বীকের মন্তব্যটি লিখা হয়েছে। বিস্তারিত তাহক্বীক পড়ার জন্য শায়খ আলবানী রচিত ” তাহক্বীক মিশকাত” পড়ার অনুরোধ রইলো।
- বইটি পছন্দ হলে নিকটস্থ লাইব্রেরী থেকে কেনার অনুরোধ রইলো প্রকাশক বা লাইব্রেরীর ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়।
মিশকাত শরীফ সবগুলো খন্ড ডাউনলোড
মিশকাত খন্ডগুলোর পার্ট বাই পার্ট ডাউনলোড লিংক
বিশেষ দ্রষ্টব্য : বইটির তাহক্বীকগুলো হাতে লিখেছেন আমাদের এক ভাই । তাঁর ভুল হতেও পারে তবুও মিলিয়ে নিবেন। কোনটি ভুল হলে তত্ক্ষণাত জানাবেন। আমরা সংশোধন করে নিবো ইনশাআল্লাহ। নতুবা ভুল গুলো থাকলে অন্যরাও বিভ্রান্ত হবে ।
আমরা যে দুইটি গ্রন্থ থেকে তাহক্বীকগুলো নিয়েছি তা হলো:
১. মিশকাতে বর্ণিত যইফ ও জাল হাদীস সমূহ ১
২. মিশকাতে বর্ণিত যইফ ও জাল হাদীস সমূহ ২
যে কোন প্রকার পরামর্শ ও মন্তব্যের জন্য আমাদের ফেসবুক পেজে যোগ দিন।
অথবা আমাদের মেইল করুন এই ঠিকানায়।
Miskat part-9 not downloading,pls cheque.
thanks for comment. link is repaired.
মেশকাত শরীফের নবম ও দশম খন্ড ডাউনলোড হচ্ছে না। error দেখাচ্ছে।
এই লিংক এ ক্লিক করুন। http://www.waytojannah.com/mishat-sharif-bangla-last-part/
দশম খন্ড হচ্ছে কিন্তু নবম ও একাদশ page not found plz cheque
ভাই্ ১১ খন্ড একত্রে এর মধ্য ১৩ নং পেজ হতে ৮৩ নং পেজ মোট ৭১ পেজ সাদা পেজ কোন লেখা নাই। দয়া করে সংশোধন করে আবার আপলোড দিন।
আমাদের তো শো করছে না, আপনি একটু আপডেট Adobe Reader ব্যবহার করে দেখুন।
Comment…আস্সালামু আলাইকুম। ভাই 10 ম খন্ডটা ইরোর দেখায়। অনুগ্রহ করে সংশোধিত লিংকটি দিবেন কি?
মেইল করুন। মেইলে সব লিংক পাঠিয়ে দেয়া হবে ইনশা আল্লাহ।
জাযাকাল্লাহু খাইরান ভাই