আল-কুরআনুল কারীম বাংলা অনুবাদ
আল-কুরআন আসমানী কিতাবসমূহের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ট কিতাব। ইহা কিয়ামাত পর্যন্ত সকল মানুষের জন্য একমাত্র হিদায়াত- পথনির্দেশক গ্রন্থ। ইহা মানবজাতির কল্যাণ ও নাজাতের একমাত্র পাথেয়। বাংলা ভাষা পৃথিবীর এক বৃহত মুসলিম জনগোষ্ঠীর ভাষা। এই বৃহত জনগোষ্ঠীর যাতে মাতৃভাষায় এই মহাগ্রন্থ অনুধাবন করতে পারে, সেই লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আল-কুরআনুল কারীমের তরজমা প্রকাশ করেছে।
এই অনুবাদ প্রথম প্রকাশিত হয় ১৯৬৮ সালের দিকে। দেশের স্বনামধন্য আলিম, ভাষাতত্ত্ববিদ, সাহিত্যক ও ইসলামী চিন্তাবিদগণের পরামর্শে এটি সংকলিত হয়। পরবর্তিতে কয়েকবার পরিমার্জন করাও হয়েছে।
আল-কুরআনের এই অনুবাদটির অনন্য বৈশিষ্ট্য :
- এটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত
- দেশের শীর্ষস্থানীয় ১৯ জন আলিম ও শিক্ষাবিদের সমন্বয়ে গঠিত ‘সম্পাদকমন্ডলী’ দ্বারা সম্পন্ন করা হয়েছে।
- অনুবাদটি বেশ স্বচ্ছ, সুন্দর, নির্ভূল ও সাবলীল।
- এটি সাধু ভাষায় লিখিত যা কুরআনের অর্ধের গাম্ভীর্যতা বজায় রেখেছে।
- অনুবাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ টীকা সংযুক্ত করা হয়েছে।
- কোন কোন ক্ষেত্রে শানে নুযূলও উল্লেখ করা হয়েছে।
- কোন কোন ক্ষেত্রে বুঝার জন্য ব্যাখ্যাও পেশ করা হয়েছে।
- কোন শব্দের একাধিক অর্থ প্রকাশ করলে তাও উল্লেখ করা হয়েছে।
- ইসলামের পারিভাষিক শব্দ যেমন পরকাল, আখিরাত, ঈমান, ওহী, কাফির, কিয়ামত, মু’মিন, মুত্তাকী, বান্দা প্রভৃতি অক্ষূণ্ন রাখা হয়েছে।
- মূলের অনুবাদে সাধারণত বিশেষ্যের অনুবাদ বিশেষ্যে, বিশেষণের অনুবাদ বিশেষণে এবং ক্রিয়াপদের অনুবাদ ক্রিয়াপদে করা হয়েছে।
- রুকুর সংখ্যা ও সিজদার আয়াতগুলি উল্লেখ করা হয়েছে।
- আরবী বিরাম চিহ্নের তাত্পর্য প্রথমেই উল্লেখ করা হয়েছে।
- বইটির পিডিএফ কোয়ালিটি হাই ও ইন্টারেকটিভ লিংক যুক্ত।
আল-কুরআনুল কারীম ( ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ) ডাউনলোডQuranul Karim
বইটির স্ক্যান কাজে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন এই পেজ।
আল্লাহ তাদের কবুল করুন।