সহীহ আত-তিরমিযী ৬ষ্ঠ খন্ড ডাউনলোড

হাদীস গ্রন্থগুলোর মধ্যে জামি’ আত-তিরমিযী অন্যতম। হাদীস গ্রন্হ গুলোর মধ্যে জামি’ পর্যায়ের হাদীস দুটির মধ্যে এটি একটি অন্যটি হলো সহীহ আল বুখারী। প্রখ্যাত ছয়টি হাদীস গ্রন্থগুলোর মধ্যে তৃতীয় স্থানের অধিকারী। এই হাদীস গ্রন্থটি সম্পর্কে ইমাম তিরমিযী বলেন, যার ঘরে এই কিতাবখানি থাকবে, মনে করা যাবে যে, তার ঘরে স্বয়ং নবী (সা) অবস্থান করছেন ও নিজে কথা বলছেন।

বইটি কয়েকটি প্রকাশনী হতে বাংলা ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে। কিন্তু এর তাহক্বীক সহ প্রকাশ করা হয় নি। হুসাইন আল মাদানী প্রকাশনী এ ব্যাপারে এগিয়ে এসেছে। এর তাহক্বীক করেছেন প্রখ্যাত মুহাদ্দিস শায়খ নাসির উদ্দীন আলবানী। অনুবাদ করেছেন হুসাইন বিন সোহরাব ও শাইখ মো: ঈসা মিঞা বিন খলিলুর রহমান।

বইটির অনন্য বৈশিষ্ট্য:

  1. এটিতে জামি আত-তিরমিযী’র শুধুমাত্র সহীহ হাদীসগুলো সংকলিত হয়েছে। তাহক্বীক শাইখ নাসিরুদ্দীন আলবানী (রহ) থেকে নেয়া হয়েছে।
  2. হাদীস সম্পর্কিত ইমাম তিরমিযী’র মতামতও সংরক্ষিত রয়েছে।
  3. একই হাদীস অন্য গ্রন্থে থাকলে তাও উল্লেখ করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে নম্বরও দেয়া হয়েছে।
  4. শাইখ নাসিরুদ্দীন আলবানী কোন গ্রন্থ হতে তাহক্বীক নেয়া হয়েছে তাওউল্লেখ করা হয়েছে। যেমন সিলসিলাহ সহীহাহ, ইরওয়াউল গালীল, আল কালিমুত তায়্যিব, সহীহুল জামে, রাওযুন নাযীর, তালীকুল রাগীব প্রভৃতি।
  5. হাদীস উল্লেখিত কুরআনের আয়াতগুলোর ক্ষেত্রে কুরআনের সূরা ও আয়াত নম্বর উল্লেখ করা হয়েছে।
  6. একই হাদীসের কোন অংশ সহীহ ও কোন অংশ যইফ তাও উল্লেখ করা হয়েছে।

Sahih At-Tirmiji 6th Part

৬ষ্ঠ খন্ডের আলোচ্য বিষয়:

  1. তাফসীরুল কুরআন
  2. দু’আসমূহ
  3. রাসূলুল্লাহ (সা) ও তাঁর সাহাবীগণের মর্যাদা

সহীহ আত-তিরমিযী ৬ষ্ঠ খন্ডের ডাউনলোড লিংক

pdf_download_button1

অন্যান্য খন্ডগুলোর ডাউনলোড লিংক

সহীহ আত-তিরমিযী ১-৪ খন্ড ডাউনলোড   ( চতুর্থ খন্ডে আমাদের পক্ষ থেকে ইন্টারেকটিভ লিংক যুক্ত করা হয়েছে।

সহীহ আত-তিরমিযী ৫ম খন্ডের ডাউনলোড লিংক

যইফ আত-তিরমিযী দুই খন্ড ডাউনলোড

 

এ সম্পর্কিত আরও পোস্ট

৩টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button