আল-কুরআনের আরবী-বাংলা তিলাওয়াত (Zip ফাইল)

কুরআনুল কারীম আল্লাহ তাআলার বাণী। কুরআন সমগ্র মানবজাতির জন্য হিদায়াতের প্রধান। এটিই বিশ্বের সর্বাধিক পঠিত কিতাব। এটিই সেই কিতাব যার মাঝে কোন ভুল নেই। আল্লাহ তাআলা বলেন,

ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ [٢:٢]
এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য, ( সুরা আল-বাকারাহ, আয়াত নং-২)

কুরআন পাঠের প্রতিদান অনেক। রাসূল (সা) বলেন, “যে ব্যক্তি পবিত্র কুরআনের একটি অক্ষর পড়বে, সে একটি নেকী পাবে আার একটি নেকী দশ নেকীর সমপরিমাণ।আমি বলছি না যে, ‘আলিফ লাম-মীম এক একটি অক্ষর। বরং ‘আলিফ’ একটি অক্ষর, ‘লাম’ একটি অক্ষর এবং মীম একটি অক্ষর। (সুতরাং আলিফ,লাম ও মীম বললে ত্রিশটি নেকী পাবে)। -তিরমিযী।

আল-কুরআনের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ পাঠকদের নিকট সহজ করতেই আল-কুরআনের এই আরবী-বাংলা তিলাওয়াত।

আল-কুরআনের এই অডিওতে

আরবী কন্ঠ দিয়েছেন : কাবা শরীফের সম্মানিত খতিব আবদুর রহমান আস-সুদাইস

বাংলা অনুবাদে কন্ঠ দিয়েছেন : বিশ্বের সাড়া জাগানো ডা. জাকির নায়েকের হুবহু বাংলা কন্ঠদান কারী আনোয়ার শাহী।

উত্স:  মাল্টিমিডিয়া পিসি

Al Quran Arabic-Bangla Recitation

এর আগের পোস্টে আল-কুরআনের তিলাওয়াত সূরা অনুযায়ী আপলোড করা হয়েছিলো। Zip আকারে না দেয়া অনেকেই আপলোড করতে পারেন নি। তাই এবারে চারটি পার্টে সম্পূর্ণ কুরআন আপলোড করা হলো।

কুরআনের এই তিলাওয়াতটি Unzip করতে এই সফটওয়্যার ব্যবহার করুন।

আল-কুরআনের আরবী-বাংলা তিলাওয়াত ডাউনলোড

download-button

পার্ট-১ ( সূরা ০১-০৯)

পার্ট-২ (সূরা ১০-২৭)

পার্ট-৩ (সূরা ২৮-৭৭)

পার্ট-৪ ( সূরা ৭৮-১১৪)

কুরআন তিলাওয়াত পাঠের নিয়ম সম্পর্কিত এই পোস্টগুলো পড়তে পারেন ।

1. কুরআন পাঠের মাধ্যমে  আপনি যেসব উপকার লাভ করতে পারেন

2.  কুরআন তিলাওয়াতের আদব ও নিয়ম

কুরআন তিলাওয়াতের আরো একটি ভার্সন শীঘ্রই আসবে ইনশাআল্লাহ।

কুরআনের আলোতে কুরআন তিলাওয়াতের আরেকটি অনুবাদ রয়েছে। সেটাও শুনতে পারেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button