আদর্শ পুরুষ (ইন্টারেকটিভ লিংকসহ)
পৃথিবীর সূচনাকাল থেকেই অদ্যাবধি বহু পুরুষ মানুষ অতিবাহিত হয়েছে, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। তাদের মধ্যে অনেকে ছিল বিভিন্ন ধর্ম, মতবাদ, আদর্শ ও বিভিন্ন শিক্ষায় শিক্ষিত। ইসলামের আলোকে তাদের অনেকেই আদর্শ পুরুষ নয়। বরং আদর্শ পুরুষ হচ্ছে তারা, যারা আল্লাহ ও তার রাসূলের ভাষায় আদর্শ। যেমন আল্লাহ বলেন, “তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। তাঁর চেয়ে আর উত্তম গুণ কার আছে ? আর আমরা তাঁর উদ্দেশ্যেই ইবাদাতকারী (বাক্বারাহ ১৩৮)। অন্যত্র তিনি বলেন, ‘তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে সুন্দরতম আদর্শ’ (আহযাব ২১)। সুতরাং আল্লাহ ও তাঁর রাসূলের আদর্শ তথা ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন মানুষ, কোন ধর্মযাজক, কোন অলী-আউলিয়া, কোন বুদ্ধিজীবীর মতবাদ গ্রহণ করা যাবে না। সেগুলি আল্লাহ ও তাঁর রাসূলের ভাষায় আদর্শ নয়। তা আল্লাহর কাছেও গ্রহণযোগ্য নয়।
নিচের বইটি আদর্শ পুরুষের গুণাবলী ও তা অর্জনের উপায় নিয়েই লিখিত।
বইটির উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে :
- আদর্শ পুরুষের বৈশিষ্টাবলী
- পরহেযগার ব্যক্তি আদর্শ পুরুষ
- তাকওয়া সম্পর্কিত আলোচনা
- তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরতা
- জিহ্বায় সংযম প্রদর্শন করা
- সালাম প্রদান করা ও এ সম্পর্কিত বিধান
- বিনয় ও নম্রতা
- লজ্জাশীলতা
- অত্যাচার থেকে বেচে থাকা
- অহংকার থেকে বেচে থাকা
- প্রতিবেশীর হাক্ব আদায় করা।
- পিতামাতার সাথে সদ্ব্যবহার করা
- আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা
- স্ত্রীর সাথে সদাচরণকারী
- কৃপণতা পরিহার করা
- মেহমানের সমাদরকারী
- হালাল রুযী উপার্জকারী
- সত্কাজের আদেশ ও অসত কাজের নিষেধকারী প্রভৃতি
- পরিশেষে কিছু আদর্শ মানুষের নমুনা তুলে ধরা হয়েছে।
- বইটিতে ইন্টারেকটিভ লিংক যুক্ত করা হয়েছে। যিনি এ কাজে সহযোগীতা করেছেন। আল্লাহ তাঁকে কবুল করুন।
এক নজরে বইটি :
আদর্শ পুরুষ
লেখক: আব্দুর রাযযাক বিন ইউসুফ
পৃষ্ঠা: ১৯১
সাইজ: ১.৬০ মেগাবাইট।
বইটির ডাউনলোড লিংক