ছোটদের ইসলামী অর্থনীতি ( ইসলামী বই )
ইসলামী অর্থনীতি সম্পর্কে আমাদের মাঝে ভুল ধারণা বিদ্যমান । ইসলামী অর্থনীতির কিছু মূল ধারণা নিয়েই এই বই। যদিও ছোটদের জন্য লেখা তবুও সব ধরণের মানুষের জন্যই প্রয়োজনীয় । বইটি লিখেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ শাহ মুহাম্মদ হাবিবুর রহমান। বইটি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
বইটিতে যেসব বিষয় আলোচিত হয়েছে সেগুলো হলো :
- ইসলামী অর্থনীতির সংজ্ঞা
- যাকাত
- বায়তুল মাল
- শ্রম ও মজুরী
- ত্রুটি পূর্ণ উত্পাদন ব্যবস্থা
- সূদ
- সরকারের ভূমিকা
- ব্যবসা ও বাণিজ্য ইত্যাদি।
আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত অর্থনীতি ব্যবস্থা গড়ার তাওফিক দিন। সেই সাথে আমাদের হালাল ইনকাম করার সুযোগ দিন।
Pdf er link ta thik koren. Full book download kora jachce na