ইমাম নববীর ৪০ হাদীস ( হাদীস নং- ২৬)
হাদীস-২৬
শিরোনামঃ কল্যাণের বহুমুখী পথ।
الحديث السادس والعشرون
“كل سلامى من الناس عليه صدقة”
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم:
“كُلُّ سُلَامَى مِنْ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ، كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ تَعْدِلُ بَيْنَ اثْنَيْنِ صَدَقَةٌ، وَتُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ فَتَحْمِلُهُ عَلَيْهَا أَوْ تَرْفَعُ لَهُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ، وَبِكُلِّ خُطْوَةٍ تَمْشِيهَا إلَى الصَّلَاةِ صَدَقَةٌ، وَتُمِيطُ الْأَذَى عَنْ الطَّرِيقِ صَدَقَةٌ”.
[رَوَاهُ الْبُخَارِيُّ: 2989، وَمُسْلِمٌ: 1009]
আবু হুরাইরা (রা:) হতে বর্ণিত, তিনি বলেন : রাসূল (সা:) বলেছেন : প্রত্যহ সুর্য উঠার সাথে সাথে মানুষের শরীরের প্রতিটি গ্রন্থি ও অঙ্গ-প্রত্যঙ্গের উপর সদকাহ প্রদান আবশ্যক হয়ে যায়।
দু’জন মানুষের মাঝে বিচারের ক্ষেত্রে ইনসাফ করা সদকাহ স্বরূপ, কোন আরোহীকে তার বাহনে আরোহন করতে অথবা বাহনে পণ্য বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সদকাহ , ভাল কথা হচ্ছে সদকাহ , নামাযের জন্যে প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সদকাহ , রাস্তা হতে প্রত্যেক কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও সাদকাহ।
-বুখারী ও মুসলিম।
হাদীসের শিক্ষাঃ
- উত্তম চরিত্র গঠন ও মানুষের মাঝে ইনসাফের সাথে সংস্কার শোধন করতে উৎসাহ প্রদান।
- মসজিদে জামাআতের সাথে সালাত আদায়ের মর্যাদা ও গুরুত্ব।
- সৎ কার্য সম্পাদন ও তার প্রসার , বিপদ গ্রস্থকে সাহায্য , পারস্পরিক সদাচারন , বিপদ দুর করা সদকাহ তুল্য ।
- আল্লাহর নেয়ামতের কৃজ্ঞতাজ্ঞাপন ও আনুগত্যের বহুমখীতায় আল্লাহর নৈকট্য অর্জন।