বাংলাদেশের সংকটময় অবস্থায় কি করণীয় ( অডিও লেকচার )
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য এই লেকচার দিয়েছেন শাইখ মতিউর রহমান মাদানী। লেকচারটি কিছুদিন আগে পাবলিশড হয়েছিল। দেরীতে হলেও আমরা আপনাদের জন্য লেকচারটি দিতে পেরে আলহামদুলিল্লাহ। এছাড়া লংমার্চ সম্পর্কে শাইখের একটি প্রশ্নোত্তরও পোস্টের শেষে যুক্ত করা হয়েছে।