শিরক কি ও কেন ২য় খন্ড ( ইন্টারেকটিভ লিংকসহ)

আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরক ও বিদআত ছড়িয়ে পড়েছে। শিরকের ভয়াবহতা সম্পর্কে অনেক আয়াত ও হাদীস থাকলেও সামাজিক সচেতনতার অভাবে আমরা প্রায় শিরক করছি। যা আমাদের অন্যান্য ইবাদাতকে বাতিল করে দিচ্ছে। আমাদের সমাজের শিরক নিয়ে প্রামাণ্য তেমন গ্রন্থ নেই। সমাজের সকল প্রকার শিরক নিয়ে ড.মুহাম্মদ মুয্‌যাম্মিল আলী রচিত এই বিখ্যাত গ্রন্থ  “শির্‌ক কী ও কেন ?” । এটির প্রথম খন্ড পূর্বেই প্রকাশ করা হয়েছে। এবার দ্বিতীয় খন্ড প্রকাশ করা হচ্ছে। আগের খন্ডটিতেও ইন্টারেকটিভ লিংক যুক্ত করা হয়েছিলো। এবার দ্বিতীয় খন্ডটিতেও দেরীতে হলে ইন্টারেকটিভ লিংক প্রকাশ করা হয়েছে। যিনি এ কাজে সহযোগীতা করেছেন আল্লাহ তাঁকে কবুল করুন।

দ্বিতীয় খন্ডের উল্লেখযোগ্য আলোচ্য বিষয়:

  1. বাংলাদেশের অধিকাংশ মুসলিমের মাঝে শিরকের বহি:প্রকাশ হওয়ার কারণ ।
  2. বাংলাদেশে শিরক চর্চ্চার কেন্দ্র
  3. আমাদের সমাজে প্রচলিত শিরক
  4. জ্ঞানগত শিরকের আলোচনা
  5. পরিচালনাগত শিরকের আলোচনা।
  6. উপাসনাগত শিরক।
  7. অভ্যাসগত শিরকে আলোচনা
  8. অধিকাংশ মানুষ শিরকে আপতিত হওয়ার কারণ
  9. রাসূলুল্লাহ (সা)-এর মর্যাদা নিয়ে বাড়াবাড়ি সম্পর্কে আলোচনা।
  10. ওসীলা সম্পর্কিত বিস্তারিত আলোচনা
  11. সাধারণ মানুষকে শিরকে আপতিত করার ব্যাপারে শয়তানের চক্রান্ত।
  12. শাফায়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা।
  13. আল্লাহর ওলীগণকে নিয়ে বাড়াবাড়ি বিষয়ক আলোচনা।
  14. এছাড়া পীরতন্ত্র, তাবীজ, মানবরচিত আইনের বিধান প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা রয়েছে।

 

বইটির ডাউনলোড লিংক

শিরক কি ও কেন ? ২য় খন্ড ডাউনলোড

১ম খন্ডের ডাউনলোড লিংক

বইটি পছন্দ হলে নিজের জন্য ও অন্যকে দেয়ার জন্য কপি সংগ্রহের অনুরোধ করছি। বইটি অনলাইনে পেতে চাইলে এখানে ক্লিক করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
skybet88 skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 slot bonus new member skybet88 skybet88 slot gacor skybet88 skybet88