ইসলামী বই : তাক্বওয়া

তাক্বওয়া বা আল্লাহভীতি মানব জীবনের মূলভিত্তি। এটা আল্লাহর নিকটে মানুষের সম্মান ও মর্যাদা লাভের মাধ্যমও বটে (হুজুরাত ১৩; বায়হাক্বী, শু‘আবুল ঈমান, সিলসিলা ছহীহাহ হা/২৭০০; ছহীহ আত-তারগীব হা/২৯৬৩)। এর মাধ্যমে মানুষ নিজের সার্বিক জীবন সুন্দর ও সুচারুরূপে গড়ে তুলতে পারে। এর দ্বারাই মানুষের যাবতীয় আমল বা কর্ম পরিশীলিত ও পরিমার্জিত হয়। ব্যক্তি সংযমী ও আত্মনিয়ন্ত্রণকারী হতে পারে। ফলে ইহকালে যেমন সে শান্তি লাভ করে, পরকালেও তেমনি আল্লাহর সন্তুষ্টি ও রেযামন্দি হাছিল করতে পারে। পক্ষান্তরে তাক্বওয়াহীন মানুষ যে কোন কাজ করতে দ্বিধাবোধ করে না। পাপাচারে প্রবৃত্ত হয়েও তার মনে যেমন কোন সংকোচ আসে না, তেমনি আল্লাহ ও বান্দার হক বিনষ্টের ক্ষেত্রেও তার হৃদয়ে কোন ভাবাবেগ সৃষ্টি হয় না। মূলতঃ তাক্বওয়ার অভাবে সে দেহসর্বস্ব প্রাণীতে পরিণত হয়। এতে ইহজীবনে সে কিছুটা সুখ-শান্তি পেলেও পরকালীন জীবনে তার জন্য কোন অংশ থাকে না। কেননা তাকবওয়াহীন মানুষের আমল আল্লাহ কবুল করেন না। তাই তাক্বওয়া মানব জীবনের অতি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এ বিষয়ে মানুষের বিস্তারিত জ্ঞানার্জন করা যরূরী। সেই সাথে তাক্বওয়া অর্জনের পদ্ধতি, এর ফযীলত ও মুত্তক্বীদের বৈশিষ্ট্য জানলে মানুষ আল্লাহভীতি অর্জনে উৎসাহিত ও অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ।

taqwa

তাক্বওয়া অবলম্বনের বিষয়ে কুরআন ও হাদীছে বহু নির্দেশ এসেছে। সেগুলো মানুষকে সম্যক অবহিত করতে এবং তাক্বওয়া অবলম্বনের ব্যাপারে সজাগ, সচেতন ও সচেষ্ট করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি বইটি অধ্যয়নে পাঠকগণ উপকৃত হবেন। আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন এবং এর বিনিময়ে উত্তম জাযা প্রদান করুন-আমীন!

বইটির ডাউনলোড লিংক

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
skybet88 skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 slot bonus new member skybet88 skybet88 slot gacor skybet88 skybet88