ইসলামী বিশ্বকোষ ৪র্থ খন্ড ডাউনলোড

বিশ্বকোষ বিশ্বের সকল জ্ঞানের ভাণ্ডার। সেই অর্থে ইসলামী বিশ্বকোষ হইল ইসলাম সম্পর্কিত বিভিন্নমুখী জ্ঞানের ভাণ্ডার। ইসলামের ব্যাপক বিষয় ইসলামী বিশ্বকোষের অন্তর্ভুক্ত। ইসলাম সীমিত অর্থে কোন ধর্মমাত্র নহে, বরং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। একটি অনুপম জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম বিশ্বকে উপহার দিয়েছে একটি নৈতিক মানদণ্ড। ইসলামের বৈচিত্ৰ্যময় ইতিহাসে আমরা পেয়েছি জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধনা উজ্জল অসংখ্য মহৎ ব্যক্তিত্ব। সভ্যতার ইতিহাসে ইসলামের স্থান সকল কিছুর শীর্ষে। জীবন ও ইতিহাসের প্রতিটি স্তরে এবং সৃষ্টির প্রতিটি বিষয়ে ইসলামের অখণ্ড মনােযোগ রহিয়াছে এবং সেই সঙ্গে রহিয়াছে উহার বিশেষ ভূমিকা ও অবদান। আর সেইজন্যই ইসলামের জ্ঞান-বিজ্ঞানের পরিধি এত ব্যাপক, বৈচিত্ৰ্যময় ও বহুমাত্রিক।

ইসলামের এই ব্যাপক ও বহুমাত্রিক বিষয়সমূহ বাংলাভাষী পাঠকদের সম্মুখে উপস্থাপনের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ১৯৮০ সালে ইসলামী বিশ্বকোষ প্রণয়নের জন্য একটি প্রকল্প গ্ৰহণ করে। অল্প সময়ের মধ্যে দুই খণ্ডে সমাপ্ত সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ প্রণয়ন ও প্ৰকাশ করা হয় । বাংলাভাষী পাঠক সমাজে ইহার ব্যাপক সাড়া ও চাহিদা লক্ষ্য করিয়া পরবর্তী কালে পঁচিশ খণ্ডে বৃহত্তর ইসলামী বিশ্বকোষ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু বিষয়ের ব্যাপকতার কারণে ষোলতম খণ্ড দুই ভাগে এবং চব্বিশতম খণ্ড দুই ভাগে বিভক্ত করিয়া মোট ২৮ খণ্ডে তাহা সমাপ্ত হয়। মাত্র ১৫ বৎসর সময়ের মধ্যে বাংলা ভাষায় সর্ববৃহৎ এই প্রকাশনার কাজটি ২০০০ সালে সমাপ্ত হয় ।

Islami Bisswkosh Part 04

ইসলামী বিশ্বকোষের অনন্য বৈশিষ্ট্য:

  1. বাংলা ভাষায় একমাত্র ও অনন্য বিশ্বকোষ (Encyclopedia) ।
  2. বর্ণমালার অক্ষর অনুযায়ী সাজানো এবং সর্বাধিক ছোট-বড় বিষয় অন্তর্ভূক্ত।
  3. ইসলামী বিষয়গুলোর উপর অধিক গুরুত্ব দান করে প্রবন্ধ, নিবন্ধ রচিত।
  4. যথোপযুক্ত তথ্যসূত্র (reference) সহকারে প্রবন্ধসমূহ লিখিত। তথসূত্রের ক্ষেত্রে আরবী, বাংলা ও ইংরেজী সকল সূত্র থেকেই উল্লেখ করা হয়েছে।
  5. লেখাগুলোর বৃহৎ পরিসরের সম্পাদনা পরিষদের সংকলিত ও সম্পাদিত।
  6. ইসলামী বিশ্বকোষের ইসলামী পরিভাষারগুলোর আরবী ও এর উচ্চারণ বিন্যাস প্রদান।

ইসলামী বিশ্বকোষ ৪র্থ খন্ডের পরিব্যাপ্তি :

ইনজীল – ইমরোয

এক নজরে বইটি :

ইসলামী বিশ্বকোষ ৪র্থ খন্ড

রচনা ও সম্পাদনা : সম্পাদনা পরিষদ

প্রকাশনায় : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

পৃষ্ঠা : ৭৯৬

সাইজ: ৭০ মেগাবাইট

ডাউনলোড

Mediafire                      Google Drive          File Server (For Mobile User)

অন্যান্য খন্ডের ডাউনলোড লিংক

১ম খন্ড

২য় খন্ড

৩য় খন্ড

৫ম খন্ড

এ সম্পর্কিত আরও পোস্ট

১টি মন্তব্য

  1. তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত “তাফসীর ইবনে কাসীর” চাই।

    আল্লাহ আপনাদের কাজের উত্তম বিনিময় দান করুন।
    ……আমীন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
slot online skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 rtp slot slot bonus new member skybet88 mix parlay slot gacor slot shopeepay mix parlay skybet88 slot bonus new member