বই : তাবলীগে দ্বীন ও আহলেহাদীছ আন্দোলন
১৯৮৫ সালের ফেব্রুয়ারী-মার্চে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের তিন দিবস ব্যাপী ঐতিহাসিক কেন্দ্রীয় কনফারেন্সের প্রথম মুক্ত অধিবেশনে মূল সভাপতিরূপে আলহাজ্ব ডক্টর মওলানা মুহাম্মাদ আবদুল বারী যে সুচিন্তিত ও সুলিখিত ভাষণ প্রদান করেন, উহা পুস্তিকাকারে সংকলিত এই বই।
অভিভাষণে জনাব ডক্টর মওঃ মুহাম্মাদ আবদুল বারী তাঁহার আলোচ্য বিষয়ের মূল সূত্ররূপে বাছিয়া নেন বিশ্বজনীন ইসলামের প্রচার ধর্মী বৈশিষ্ট্য দা’ওয়াহ ও তাবলীগকে ৷
খৃষ্টান জগতের সঙ্কীর্ণমানা ও বিদ্বেষছষ্ট লেখকগণ ইসলামের এই বিশ্বজনীন বৈশিষ্ট্য এবং উহার দাওয়া ও তবলীগী তৎপরতাকে after thought বা পরবর্তী চিন্তা ভাবনার ফতশ্রুতি রূপে মসিলিপ্ত করিতে সচেষ্ট হয়। ডক্টর মুহাম্মাদ আবদুল বারী কুরআন মজীদ এবং রসূলুল্লাহ সাঃ এর অনুসৃত দৃষ্টান্ত সহ পাশ্চাত্যের অপেক্ষাকৃত পক্ষপাতমুক্ত আধুনিক ঐতিহাসিক ও সমীক্ষকগণের মন্তব্যের সাহায্যে পক্ষপাতদুষ্ট লেখকদের ভ্রান্ত মন্তব্য খণ্ডন করেন।
তিনি তাঁহার অভিভাষণে এই বিশ্বধর্ম ইসলামকে যুগোপযোগী পন্থায় সমগ্র বিশ্ববাসীর নিকট উপস্থাপনের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশে কর্মরত সর্বপ্রকার উপকরণ সমৃদ্ধ খৃষ্টান মিশনারী দল ও ত্রাণ সংস্থা সমুহের মুকাবেলায় তিনি মুসলিম দাঈ’ ও মুবাল্লিগণের গুরুদায়িত্ব এবং র কুরআন ও হাদীসের মর্মকেন্দ্রে সমবেত ও সংহত হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন ।
বর্তমান জগতে জ্ঞান বিজ্ঞানের প্রভুত উন্নয়ন, পরিবর্তিত পরিস্থিতিতে তবলীগ ও দাওয়ার পদ্ধতির নবায়ন এবং দাঈ’ ও মুবাল্লিগগণের ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন ছাড়াও আধুনিক শিক্ষা, দেশ বিদেশের ইতিহাস, আর্থ-সামাজিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি এবং বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে অবহিত হওয়ার প্রয়োজনীয়তার প্রতিও তিনি দিক নির্দেশ করেন। ইহা ছাড়া তাঁহাদের প্রয়োজনীয় গুণাবলীর বিকাশ ও প্রশিক্ষণের প্রতিও তিনি গুরুত্ব আরোপ করেন ৷
অভিভাষণের সূচনায় আহলে হাদীস আন্দোলন সম্পর্কে কোন কোন মহলের মজ্জাগত ভ্রান্ত ধারণার নিরসন এবং উহার প্রকৃত স্বরূপ তুলিয়া ধরা হয়। উপসংহারে বাংলাদেশে আহলে হাদীস আন্দোলনের ধারক ও বাহক বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের গতিশীল কর্মধারা এবং ভবিষ্যৎ সম্ভাবনার একটি উজ্জল চিত্র অঙ্কিত হয়।
এক নজরে বইটিঃ
তাবলীগে দ্বীন ও আহলেহাদীস আন্দোলন
রচনায়ঃ ডক্টর মাওলানা মুহাম্মাদ আবদুল বারী
প্রকাশকালঃ আগস্ট, ১৯৮৫ইং।
প্রকাশকঃ বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীছের পক্ষে জেনারেল সেক্রেটারী, মুহাম্মাদ আবদুর রহমান।
বইটি ডাউনলোড করতে ক্লিক করুনঃ