ড. এম. এম. শুকরি এর জীবনী

ড. এম. এম. শুকরি। শ্রীলংকার মাতারায় জন্ম ১৯৪০ সালে। ১৯৬০ সালে পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬৫ সালে আরবী ভাষা ও ইসলামি শিক্ষায় অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। ১৯৭৩ এর দিকে কমনওয়েলথ স্কলারশিপ পাওয়ায় চলে যান বিলেতে। ইডিনবার্গ ইউনিভার্সিটি থেকে ১৯৭৬ সালে পিএইচডি লাভ করে ফিরে আসেন স্বভূমি লংকারাজ্যে, অর্থাৎ শ্রীলংকায়। তিনি মূলত ইসলামি দর্শনের ওপরই পিএইচডি করেন। যদিও দেশে ফিরে তিনি আরবী ভাষা ও ইসলামি ইতিহাস বিভাগেই অধ্যাপনায় যুক্ত হন।

.
আরবী, ইংরেজী ও স্বদেশী ভাষা হিসেবে তামিল ও সিংহল ভাষায় পারদর্শী এ বিশেষজ্ঞ ইংরেজী ও তামিল ভাষায় লিখেছেন একাধিক বই, যার মধ্যে ‘Muslims of Sri Lanka Avenues to Antiquity’ বিশেষভাবে উল্লেখযোগ্য। যদিও বইটা পুরোপুরি তাঁর স্বরচিত নয় বরং সম্পাদিত, তবে ভূমিকায় তাঁর দীর্ঘ লেখা আছে। শ্রীলংকার মুসলিমদের ইতিহাস জানার ক্ষেত্রে বইটি সবিশেষ উল্লেখযোগ্য। প্রতিষ্ঠা করেছেন জামিয়া নালিমিয়্যাহ নামক বিশ্ববিদ্যালয়, যা শ্রীলংকার ইসলামি শিক্ষার অন্যতম পীঠস্থান।
.
২০২০ সালে তিনি ইন্তেকাল করেন। মাগফিরাত ও উচুঁ মাকাম পান আল্লাহর নিকট এই দুআ থাকলো।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
skybet88 skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 slot bonus new member skybet88 skybet88 slot gacor skybet88 skybet88