জীবন সম্পর্কে কিছু সুন্দর উক্তি

জীবন সম্পর্কে কিছু সুন্দর উক্তি:
১. আকল বা প্রজ্ঞা হল শস্য ক্ষেত সদৃশ, দীর্ঘ সময় ধরে আমরা ভেবে চিন্তে যে পরিকল্পনা করি এবং শস্য ক্ষেতে যা রোপণ করি,তা ই যথা সময়ে ঘরে তুলি, পরিকল্পনা ইতিবাচক তো ফসল ও আশানুরূপ এবং পরিকল্পনা নেতিবাচক হলে ফসল ও নেতিবাচক হবে এতে কোন সন্দেহ নেই।
২.একজন বিজ্ঞ ব্যক্তির সাথে এক ঘন্টার সাধারণ আলোচনা,বা সংক্ষিপ্ত সংলাপ এক মাসের নিয়মিত পাঠের সমান।
৩ .এখন কোথায় অবস্থান করছ এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, তুমি এ মুহূর্তে কোথায় যাচ্ছ,এটা-ই তাৎপর্যপূর্ণ।
৪ . মানুষের জন্য সঠিক পথের কচ্ছপ হওয়াও উত্তম, ভুল পথে পরিচালিত দ্রুতগামী হরিণের চেয়েও।
৫. অনেক সময় যুদ্ধে পরাজিত হয়ে ও যুদ্ধ জয়ের কৌশল শেখা যায়।
৬.সংখ্যায় ছাত্র-ছাত্রীদের পরিমাণ যাই হোক, তাদের মধ্যে সভ্য অতি নগণ্য ক’জন ।
৭. পরিচিত সবাইকে সন্তুষ্ট করার প্রচেষ্টা-ই ব্যর্থতা।
৮ .এ পর্যন্ত অর্জিত সফলতার আলোকে নিজেকে গর্বিত মনে করোনা, বরং তোমার সামর্থের তুলনায় তোমার সফলতা কতটুকু সেটা ই বিবেচ্য।
৯ .তারা ই তোমার জীবনে সবচেয়ে বেশি দুঃখ -কষ্ট দিয়েছে, যাদেরকে তুমি তোমার পূর্ণ আস্থা দান করেছ, তোমার গোপন তথ্য জেনে সে তোমার বিরুদ্ধেই তা ব্যবহার করেছে।
১০. জীবন অনেকটা মল্লযুদ্ধের ন্যায়,চৌদ্দ দফা পরাজয় বরণ করেও শেষ কয়েক সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষকে চুড়ান্তদফায় ভুপাতিত করতে পারলে ই তুমি একক বিজয়ী , সুপার হিরো।
১১ .সফলতা শেষ কথা নয় ,বরং সফলতা অর্জনের দৃঢ় প্রত্যয় ই বড় কথা।
১২.হোঁচট খেয়ে গভীর গর্তে পড়ে গেছ ? হতাশ হয়ো না, অচিরেই গর্ত থেকে বের হয়ে আসবে এবং ভবিষ্যতে আর ও শক্তিশালী ও সতর্ক থাকবে, যাতে আর কখনো গর্তে না পড়তে হয়।
১৩.কাছের মানুষের নিকট থেকে বিষাক্ত তীরের আঘাতে তোমার দেহ-মন ক্ষত বিক্ষত হলে ও দুশ্চিন্তা করতে নেই, অচিরেই এমন কেউ আসবেন, যিনি তোমার রক্তাক্ত শরীর থেকে বিষ মাখা তীর বের করে তোমাকে আর ও সফল ও নতুন জীবনের পথে চলতে সহায়তা করবেন, তোমার মুখের হাসি ফিরে আসবে।
১৪.তোমার সব স্বপ্ন এক ই ব্যক্তির নিকট জমা রেখ না , আর যাকে পছন্দ কর,কেবল তার দিকে ই জীবনের সব যাত্রা পরিচালনা করো না,ঐ ব্যক্তির যত গুনাবলী ই থাক না কেন, কেননা দৃশ্যমান জগতের বাইরে ও জগত আছে, চোখের দেখার বাইরে ও মহা বিশ্বের বহু কিছু রয়েছে।
রচনায় : এ কে এম শামসুল আলম।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
kiw kow kan