মসজিদ পরিচিতি-জামে আমর ইবনুল আস

মসজিদ পরিচিতিঃ (২)
মিশরের ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হলো ‘জামে আমর ইবনুল আস’ রাদিয়াল্লাহু আনহু। মসজিদটি নির্মাণ করেন ‘দুহাতুল আরব’ বা আরবের বিচক্ষণ ব্যক্তি হিসেবে উপাধিপ্রাপ্ত বিশিষ্ট সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। পরবর্তীতে তার নামেই মসজিদটি প্রসিদ্ধি লাভ করে।
মিশরের ইস্কান্দারিয়া বা আলেকজান্দ্রিয়া বিজয়ের পরে নীল নদের সন্নিকটে ২০ বা ২১ হিজরী মোতাবেক ৬৪২ সালে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণ করার পরে একে কেন্দ্র করে যে শহর গড়ে তোলা হয়, তাই ইসলামের ইতিহাসে ফুসত্বাত নামে খ্যাত।
উক্ত মসজিদে যুগে যুগে সংস্কারের অনেক ছোঁয়া লেগেছে। সর্বপ্রথম যিনি সংস্কার করেন তিনি হলেন উমাইয়্যা শাসনামলে মিশরের গভর্নর মাসলামাহ বিন খালেদ আল-আনসারী রহিঃ।
সাহাবীদের স্মৃতিধন্য এ মসজিদ মিশরের শিক্ষা বিস্তারের ইতিহাসেও অসামান্য অবদান রেখেছে। তার প্রমাণ মেলে এ মসজিদের ইলমী হালাকার শিক্ষকদের নামের তালিকায় নযর দিলে। এ তালিকায় নাম রয়েছেঃ
১. ইমাম শাফেয়ী রহিঃ।
২. ফক্বীহ মুহাদ্দিস লাইছ বিন সাদ রহিঃ।
৩. সুলতানুল উলামা ইজ্জুদ্দীন বিন আব্দিস সালাম রহিঃ।
৪. ইমাম গাজালী রহিঃ।
৫. ফাতেমী শাসনমলের উম্মুল খায়ের আল-হিজাযিয়্যাহ রহিঃ সহ প্রমূখের।
মসজিদটি আজও কালের নানা ঘটনাবলীর স্মৃতি নিয়ে দাড়িয়ে আছে প্রাচীন সভ্যতার দেশ মিশরে।
মসজিদটির কিছু ছবি
তথ্যসূত্রঃ
العمارة الإسلامية في مصر، د أحمد عبد الرزاق.
লেখাটি সংগ্রহ করা হয়েছে: রায়হান সজীব ভাইয়ের ওয়াল থেকে

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button
slot online skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 rtp slot slot bonus new member skybet88 mix parlay slot gacor slot shopeepay mix parlay skybet88 slot bonus new member