বই : উত্তর আফ্রিকা ও মিশরে ফাতিমীয়দের ইতিহাস
উত্তর আফ্রিকা ও মিশরে ফাতিমীয়দের রাজ্য শাসনের ইতিহাস অত্যন্ত কৌতুহলৌদ্দীপক। আব্বাসীয় খিলাফতের আঙ্গিনায় শিয়ামতবাদ পুষ্ঠ স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা নিশ্চয় এক দৃষ্টি আকর্ষণীয় ব্যাপার। প্রায় পৌনে তিন শ’ বছর পর্যন্ত নিজস্ব ধর্মীয় স্বাতন্ত্র্য, শিল্প সাহিত্য, স্থাপত্য, সংস্কৃতি ও ঐতিহ্যে ফাতিমীয়গন উত্তর আফ্রিকা, মিশর, সিরিয়া, এমন কি কিছু সময়ের জন্য মক্কা মদীনা পর্যন্ত খুতবা ও মুদ্রা নিয়ে গৌরবের পতাকা সমুন্নত রাখে। তবে এই বিস্তৃত সময়ের ইতিহাস বিদেশী ভাষায় লেখা বই গুলি আমাদের দেশে অধিকাংশই সহজলভ্য নয়। আরবী ও ইংরাজিতে লেখা যে বইগুলি পাওয়া যায় তাও হালে ছাত্রদের পাঠ অভ্যাস বহির্ভূত। ইতিহাস জানার কৌতুহল সৃষ্টি করে পাঠকের সামনে অতীতকে তুলে ধরার যে প্রচেষ্টায় এই বই লিখিত। বইটি লিখেছেন এ, এইচ, এম, শামসুর রহমান।
এক নজরে বইটি :
উত্তর আফ্রিকা ও মিশরে ফাতিমীয়দের ইতিহাস
রচনায় : এ, এইচ, এম, শামসুর রহমান
প্রকাশনায় : স্টুডেন্ট ওয়েজ
পৃষ্ঠা : ১০৯
সাইজ : ৭ মেগাবাইট।
ডাউনলোড করতে নিচের যেকোন একটি লিংকে ক্লিক করুন