তিলাওয়াতের সিজদা কি অবশ্য দিতে হবে?
তিলাওয়াতের সিজদা ওয়াজিব-ফরয নয়; বরং তা সুন্নাতে মুওয়াক্কাদা।
কেননা একদা যায়েদ বিন ছাবেত (রা.) রাসূল সা, এর সামনে সূরা নাজম তেলাওয়াত করলেন কিন্তু সিজদা করলেন না। তখন নবী সা. তাকে সিজদা করার আদেশ করলেন না। যদি ওয়াজিব হত, তবে তিনি তাকে সে আদেশ করতেন।
তাছাড়া ওমার রা: থেকেও প্রমাণ আছে তিনি সূরা নাহাল তেলাওয়াত করেছেন। কিন্তু সিজদা করেন নি।
এই সিজদা ছাড়া উচিত নয় বা দেরী করাও ঠিক নয়। বা কয়েকটি সিজদার আয়াত তেলাওয়াত শেষ করে একসাথে সিজদা করাও ঠিক নয়।
যে আয়াতে সিজদার কথা আছে তা তেলাওয়াত করার সাথে সাথেই সিজদা করা উচিত। যে কোন অবস্থাতেই এই সিজদা করা যাবে। এর জন্য কিবলা বা পবিত্রতা শর্ত নয়। তারপরও যদি কোন কারণে সিজদা ছুটে যায়, আর ঐ সিজদা করার ইচছা জাগে, তবে ঐ আয়াতটি পুনরায় তেলাওয়োত করবেন, তারপর সিজদা করে নিবেন। (ওয়াল্লাহু আ’লাম)
~শাইখ আব্দুল্লাহ আল কাফী