বই : হাদীসে কুদসী সমগ্র

হাদীসের ভেতর অন্যতম গুরুত্বপূর্ণ প্রকার একটি হাদীসে কুদসী। যেসব হাদিস আল্লাহ তা‘আলার সাথে সম্পৃক্ত করা হয় তাই হাদিসে কুদসি। হাদিসে কুদসিকে হাদিসে ইলাহি, অথবা হাদিসুর রাব্বানি ইত্যাদি বলা হয়। কারণ, এসব হাদিসের সর্বশেষ স্তর আল্লাহ তা‘আলা।

قُدُس শব্দের আভিধানিক অর্থ পবিত্র। تقديس শব্দের অর্থ আল্লাহর পবিত্রতা। ইরশাদ হচ্ছে:

﴿ وَنَحۡنُ نُسَبِّحُ بِحَمۡدِكَ وَنُقَدِّسُ لَكَۖ ٣٠ ﴾ [البقرة: ٣٠]

“আমরা আপনার প্রশংসার তসবিহ পাঠ করি ও আপনার পবিত্রতা বর্ণনা করি”।

আল্লাহর এক নামقُدُّوس  অর্থ পবিত্র অথবা বরকতময় অথবা তিনি পবিত্র বৈপরীত্য, সমকক্ষ ও সৃষ্টিজীবের সাদৃশ্য থেকে। البيت المقدَّس অর্থ ‘শির্ক থেকে পবিত্র ঘর’। হাদিসে কুদসি যেহেতু মহান আল্লাহর পবিত্র সত্ত্বার সাথে সম্পৃক্ত, তাই এ প্রকার হাদিসকে الحـديث القُـــدُسي বলা হয়।

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারিম ব্যতীত যে হাদিস তার রবের পক্ষ থেকে সরাসরি বর্ণনা করেন, অথবা জিবরীলের মাধ্যমে তার পক্ষ থেকে বর্ণনা করেন তাই হাদিসে কুদসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সংবাদ দিচ্ছেন, তাই এ প্রকারকে হাদিস বলা হয়। আল্লাহ তা‘আলার সাথে সম্পৃক্ত করা হয় হিসেবে কুদসি বলা হয়।

বিভিন্ন হাদীসগ্রন্থ যেমন বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিযী, ইবনে মাজাহ ও মুওয়াত্তা মালিক থেকে হাদীসে কুদসী সংগ্রহ করে নিম্নোক্ত বইটি সংকলিত হয়েছে। এটি সংকলন ও অনুবাদ করেছেন ‘আল মাসরুর’। এটির সুনান আরবাআ (চারটি সুনান গ্রন্থ)’র তাহকীক নেয়া হয়েছে শাইখ নাসিরুদ্দীন আলবানী (রহ) এর তাহকীক থেকে। বাংলা অনুবাদকৃত এই বইটি সম্পাদনা করেছেন শাইখ মুহাম্মাদ ইবরাহীম আল-মাদানী।

বইটির অনন্য বৈশিষ্ট্য হলো :

  • বিভিন্ন হাদীস গ্রন্থ থেকে শুধুমাত্র হাদীসে কুদসীগুলোর অনন্য সংকলন।
  • হাদীসগুলোকে বিষয়ভিত্তিক ও পর্বের শিরোনাম সহ উপস্থাপন।
  • হাদীসগুলোর তাহকীক ও তাখরীজ বিদ্যমান।

উক্ত গ্রন্থটিতে বিভিন্ন গ্রন্থ থেকে উল্লেখিত হাদীসগুলোর সংখ্যা হলো :

বুখারী – ১৩১টি হাদীস

মুসলিম – ৮০টি হাদীস

তিরমিযী -৫৫টি হাদীস

নাসাঈ – ২৫টি

আবু দাউদ – ১৫টি

ইবনু মাজাহ – ২৬টি

মুওয়াত্তা মালিক – ১১টি

এক নজরে বইটি :

হাদীস কুদসী সমগ্র

পরিকল্পনা, অনুবাদ ও সংকলন : আল মাসরুর।

সম্পাদনা : শাইখ মুহাম্মাদ ইবরাহীম আল-মাদানী।  দাঈ, ধর্ম মন্ত্রণালয় সউদীআরব, দক্ষিণ কোরিয়া।

প্রকাশনায় : তাওহীদ পাবলিকেশন্স

পৃষ্ঠা : ৩৯৩

সাইজ : ১১ মেগাবাইট

 

ডাউনলোড

Mediafire                               Google Drive            Site Server

বি.দ্র: মূল স্ক্যান যিনি করেছেন এবং এডিটিং এ যারা সাহায্য করেছেন তাদেরকে আল্লাহ কবুল করুন।

বইটি পছন্দ হলে নিকটস্থ লাইব্রেরী থেকে ক্রয় করুন। পিডিএফ বই কখনই মূল বইয়ের বিকল্প নয়।

বইটি অনলাইনে ক্রয় করতে ক্লিক করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

১টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
skybet88 skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 slot bonus new member skybet88 skybet88 slot gacor skybet88 skybet88