ইসলামী বই : কিতাবুত তাওহীদ

সংক্ষিপ্ত বর্ণনা: ড: সালেহ আল ফাওযান (হাফি.) কে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। তিনি সৌদি আরবের প্রথম সারির আলেমে দ্বীন। এ সংক্ষিপ্ত বইটিতে তিনি আকিদা বিষয়ে ব্যাখ্যাসহ সংক্ষেপে সুন্দর উপস্থাপনা করেছেন যা তিনি ইবনে তাইমিয়াহ, ইবনুল কায়্যিম এবং মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব ও তাঁর শিষ্যবৃন্দ থেকে আহোরণ করেছেন।

সন্দেহাতীতভাবে আক্বীদার জ্ঞানই হচ্ছে প্রকৃত ইসলামী জ্ঞান, যা শিক্ষাগ্রহণ, প্রদাণ ও সে দাবী অনুযায়ী আমল করা জন্য অতীব জরুরী যাতে আমাদের আমলসমূহ সঠিক হয় এবং আল্লাহর নিকট গ্রহনযোগ্য হয়। বর্তমান কাল হলো এক বিভ্রান্ত যুগ, ইসলামের নামে এখন শিরক ও বিদআতের প্রচলন ঘটছে, এবং দিন দিন এর মাত্রা বেড়ে চলেছে। যেমন নাস্তিকতা প্রবণতা, সূফীবাদ-বৈরাগ্যবাদ প্রবণতা, কবর পূজা প্রবণতা, বিদআত প্রবণতা, যা নবীজী (সা:) এর সুন্নাতের পরিপন্থী। তাই মানুষকে এসব ভ্রান্ত মারাত্মক বিপজ্জনক পথ থেকে ফিরিয়ে আনার জন্য বইটি প্রত্যেক মুসলিমের পড়া একান্ত কর্তব্য।

Kitabut Tawheed

এক নজরে বইটি :

বইয়ের নাম: কিতাবুত তাওহীদ
মূল লেখক: শায়খ, ডঃ সালেহ বিন ফওযান আল ফাওযান
অনুবাদঃ ছাঈদুর রহমান
সম্পাদনাঃ আবু রাশাদ আজমাল বিন আব্দুন নূর
ফাইলের ধরণ: উন্নতমানের পিডিএফ (২৪৩ পৃ:), পেইজ লিঙ্কড্ কন্টেন্টস্‌, বুকমার্কস্‌ এবং পেজিনেশন যুক্ত।
ফাইল সাইজ: 6.56 মেগাবাইট

ডাউনলোড

PC version

এ সম্পর্কিত আরও পোস্ট

১টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button
skybet88 skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 slot bonus new member skybet88 skybet88 slot gacor skybet88 skybet88