জাকির নায়েকের লেকচারে সালাতুন নাবী (সা)

ডা. জাকির নায়েক বর্তমান বিশ্বের ইসলামের অন্যতম দাঈ। তাঁর বিভিন্ন লেকচার বই আকারে প্রকাশ হয়েছে। বাংলা ভাষাতেও এসব এখন বিদ্যমান। তার অন্যতম একটি হলো সালাত সম্পর্কিত লেকচার। এটির বিভিন্ন অনুবাদ বাংলা ভাষায় বিদ্যমান। কোন বিষয় লেকচারে বিস্তারিত বলা সম্ভব হয়ে উঠে না। তাই তার অনেক বক্তব্য বা বইকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এই বিভ্রান্তি দূর করতে এবং সালাতের বিধান সম্পর্কে সঠিক দলীলগুলোর ব্যাখ্যা সাপেক্ষে এই বইটি রচিত। মূলত এই বইটি ডা. জাকির নায়েকের বইয়ের অনুবাদ হলেও এর পাশাপাশি অনেক তথ্য সংযোজিত হয়েছে। দলীলগুলোর হাদীস নম্বর বাংলাদেশী প্রকাশনীর সাথে মিলিয়ে প্রকাশ করা হয়েছে যাতে পাঠক বিভ্রান্তিতে না পড়ে। কেননা, ডা. জাকির নায়েকের রেফারেন্সগুলোর অধিকাংশই ইংরেজী ভার্সন থেকে নেয়া। ফলে অনেকেই হাদীস বা রেফারেন্সগুলো পেতে সমস্যা ভুগেন। এছাড়া একই বিষয়ে তার বক্তব্যের বিস্তারিত অন্য কোন বই বা লেকচারে থাকলে তাও উল্লেখ করা হয়েছে।

Salatun Nabi in Zakir Naik Lecture

বইটির অনন্য বৈশিষ্ট্য:

  • এটিতে সহজ সরলভাবে সালাতের উপর লেকচারটির বাংলা অনুবাদ সংযোজিত হয়েছে।
  • কুরআন ও হাদীসের রেফারেন্সগুলো নিচে টীকা আকারে লিখা হয়েছে।
  • হাদীসের রেফারেন্স এর ক্ষেত্রে বাংলাদেশের প্রখ্যাত প্রকাশনীগুলোর নম্বর ও নাম উল্লেখ করা হয়েছে।
  • বুঝার জন্য অনেক ক্ষেত্রে টীকায় অন্য লেকচার থেকে তথ্য সংযোজিত হয়েছে।
  • বইয়ের শেষে প্রকাশক কর্তৃক সালাত ও তদসংশ্লিষ্ট নিয়মগুলো সুন্নাহ অনুযায়ী সংযোজিত হয়েছে।

বইটির উল্লেখযোগ্য আলোচ্য বিষয়:

  • সালাতের পরিচিতি
  • সলাতে মন স্থির থাকে না কেন ?
  • মন নিয়ন্ত্রণের উপায়
  • সলাত মন্দ কর্মের প্রতিরোধক
  • সলাত ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং
  • আযানের শব্দাবলী
  • ওযুর বিধান
  • পায়ে পা কাঁধে কাঁধ মিলানো প্রসঙ্গে
  • সলাতে সূরা ফাতিহা বলা
  • সলাতে রুকু ও সিজদা
  • সলাত আদায় না করার বহুমুখী সমস্যা
  • সলাত আদায়ের উদ্দেশ্য
  • সলাতের শারীরিক উপকারিতা
  • সর্বাবস্থায় সলাতের বিধান
  • প্রশ্নোত্তর পর্ব
  • প্রকাশক কর্তৃক সংযোজিত সালাতের নিয়ম প্র্রভৃতি।

এক নজরে বইটি :

ডা. জাকির নায়েকের লেকচারে সলাতুন নবী (সা) ও বিধানসূচী

অনুবাদ: ডা. আবু মারিয়াম মুহাম্মাদ বিন সাঈদ, ডা. সাবিত বিন আব্দুল হান্নান, ডা.মো: ফয়সাল, ডা. যুবাইর ইসলাম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।

সম্পাদনায়: শাইখ আব্দুস সামাদ সালাফী

প্রকাশনায়: ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী। মোবাইল: ০১৭৩০-৯৩৪৩২৫, ০১৯২২-৫৮৯৬৪৫

পৃষ্ঠা: ৯৫

সাইজ: ৬ মেগাবাইট

ডাউনলোড

Mediafire     Google Drive      WordPress Server

 বইটি পেতে সমস্যা হলে পার্সেলে কিনতে পারবেন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বইটি পাওয়া যাচ্ছে। না পাওয়া গেলে আমাদের জানান। আমরা নিকটস্থ লাইব্রেরীর সন্ধান দেয়া চেস্টা করবো ইনশা আল্লাহ।

এ সম্পর্কিত আরও পোস্ট

১টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
skybet88 skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 slot bonus new member skybet88 skybet88 skybet88 slot gacor skybet88 skybet88