ইসলামী বই : ইলমে গায়েব

ইলমে গায়েব বলতে ‘ঈমান বিল গায়েব’-কে বুঝানো হয়। গায়েবের প্রতি ঈমান আনা হচ্ছে তাওহীদের অবিচ্ছেদ্য অংশ। সুতরাং আকাশে পাতেল একমাত্র আল্লাহই গায়েব জানেন। আল্লাহ ছাড়া কোন প্রাণী, নবী, ওলী, গাওছ, কুতুব, জীন-ভূত ও ফেরেশতাগণ গায়েব জানে না, জানতে পারেন না। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদাও তাই। উক্ত মতামতের উল্টো মত পোষণকারী সীমা অতিক্রমকারী পৌত্তলিকদের অন্তর্ভূক্ত হবে। বিংশ শতাব্দীর বহু অজ্ঞ মুসলমান নবী মুস্তফাকে, আউলিয়া, গাওছ, কুতুব, ফেরেশতা, জীন ও প্রেতকেও গায়েবের অধিকারী বলে স্বীকার করে। বলা বাহুল্য অনেক ভ্রান্ত বিদআতী ও মৌলভী মুহাম্মাদ (সা)-কে হাযের নাযের গায়েব দাঁ, নূর নবী ও আল্লাহর অবতার হিসেবে আখ্যায়িত করতেও ত্রুটি করেনি।

কুরআন সুন্নাহর আলোকে তাদের এই কল্পিত মতবাদের অসারতাকে তুলে ধরা হয়েছে এই বইটিতে। বইটি রচনা করেছেন মুহাম্মদ আবদুন নূর সালাফী, সহকারী অধ্যাপক, আরবী বিভাগ, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ, রংপুর। বইটি প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন্স।

Ilme Gayeb

বইটির অন্যতম আলোচ্য বিষয়সমূহ:

  • ইলমে গায়েব বলতে অদৃশ্য ও অবিদিত জ্ঞানকে বুঝায়
  • সাধু মহাজনগণকে কেন্দ্র করে নর পূজার সৃষ্টি
  • মুহাম্মদ (সা)-এর অদৃশ্য বিদিত নন
  • অন্যান্য নবীগণও গায়েব জানতেন না।
  • প্রমাণপঞ্জি উল্লেখ করে দাঁত ভাঙ্গা জবাব
  • স্ব-কপোল কল্পিত মর্যাদা প্রদান
  • মুহাম্মদ (সা) কি সর্বক্ষমতা সম্পন্ন এবং যা ইচ্ছে তা করতে পারেন ?
  • মুহাম্মাদ (সা)-এর প্রতিটি বাক্য ও আচরণ আল্লাহ কর্তৃক প্রেরিত ওয়াহী
  • মুহাম্মাদ (সা) কি সদা সর্বদা উপস্থিত ?
  • রাসূল (সা) এর জীবন দুভাগে বিভক্ত
  • মুহাম্মাদ (সা) মানুষ নবী ছিলেন না নূর নবী ছিলেন ?
  • এ সম্পর্কিত প্রতিপক্ষের দলীল ও দলীলের জওয়াব প্রভৃতি

এক নজরে বইটি :

ইলমে গায়েব

লেখক: অধ্যাপক আব্দুন নূর সালাফী, সহকারী অধ্যাপক, আরবী বিভাগ, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ, রংপুর

প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স

পৃষ্ঠা: ৫০

সাইজ: ২ মেগাবাইট

ডাউনলোড

Mediafire      WordPresse Server         Google Drive                   Copy.com

বিশেষ দ্রষ্টব্য: যারা মোবাইলে অপেরা মিনি দিয়ে ব্রাউজ করেন তাদের প্রতি অনুরোধ wordpress server এ ক্লিক করে ডাউনলোড করতে। তাহলে কোন ভেরিফিকেশন ছাড়াই ডাউনলোড করতে পারবেন ইনশা আল্লাহ।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
kiw kow kan