শিরকবিহীন ঈমানের মর্যাদা

শিরক হচ্ছে তাওহীদের বিপরীত। তাওহীদের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ে উঠে আর শিরকের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। প্রকৃত পক্ষে তাওহীদই হচ্ছে জান্নাতে জাওয়া মাধ্যম। আর শিরক হচ্ছে জান্নাতে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। অথচ এই ভয়াবহতা জানা সত্ত্বেও অথবা না জেনে আমাদের সমাজের মানুষ প্রতিনিয়ত শিরকে লিপ্ত হচ্ছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে সব জায়গায়। এসব শিরক বিভিন্ন পর্যাযে মানুষ বিশ্বাস বা আমল করছে। অনেকেই এগুলোকে প্রতিষ্ঠিত করতে অর্থ, পরামর্শ, বুদ্ধি ও শক্তি দিয়ে এমনকি রাষ্ট্রীয়ভাবে সার্বিক সহযোগীতা করে যাচ্ছে। এসব বিষয়ের উপর ভিত্তি করে নবীণ লেখক, বক্তা সিফাত হাসান রচনা করেছেন এই বই। যার নামকরণ করেছেন ” কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে শিরকবিহীন ঈমানের মর্যাদা”। বইটি সম্পাদনা করেছেন শাইখ মুফতি কাযী ইবরাহীম। বইটিতে শিরক থেকে দূরে থাকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেই সাথে এই শিরক না থাকলে আমাদের ঈমানের কি মর্যাদা ও ফযীলত তা বর্ণনা করেছেন। সেই সাথে সমাজের প্রচলিত বড় শিরকগুলো উল্লেখ করেছেন। বিশেষ করে রাষ্ট্রীয় ও জাতীয় পর্যায়ে প্রচলিত শিরকগুলো উল্লেখ করেছেন। যা বইটিকে অনন্য করে তুলেছে। shirk bihin emaaner morjada

বইটির উল্লেখযোগ্য আলোচিত বিষয়সমূহের অন্যতম:

  • শিরক বিহীন ঈমানের মর্যাদা
  • ঈমান পরিচিতি
  • শিরক পরিচিতি
  • আল্লাহর রহমত বা দয়া
  • আল্লাহর দয়া, ক্ষমা ও রহমতের দৃষ্টান্ত
  • ঈমানের মর্যাদা
  • প্রাসঙ্গিক আলোচনা
  • রাসূলুল্লাহ (সা)-এর শাফায়াত পাওয়অ
  • শিরককারী যেভাবে ক্ষতিগ্রস্ত হবে
  • শিরকটা কিভাবে হয়

এক নজরে বইটি :

কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে শিরকবিহীন ঈমানের মর্যাদা

রচনা: সিফাত হাসান

প্রকাশনায়: ইসলামিক রিসার্চ সেন্টার,নরসিংদী

পৃষ্ঠা: ৪৫

সাইজ: ১.২৫ মেগাবাইট

ডাউনলোড

পরিশেষে, লেখককে যাযাকাল্লাহু খাইর, বইটি স্ক্যান করে প্রকাশ করতে অনুমতি প্রদান করতে। আল্লাহ তাঁর লেখনিকে আরো কবুল করুন। পাঠকদের প্রতি অনুরোধ বইটি পছন্দ হলে অবশ্যই ক্রয় করবেন।

এমনিভাবে নতুন লেখক/লেখিকাগণ আমাদেরকে বই, প্রবন্ধ প্রভৃতি পাঠাতে পারেন। আমরা যাচাই বাছাইপূর্বক প্রকাশ করতে আগ্রহী। ভালো লেখা হলে কোন ভালো মানের প্রকাশক বা প্রকাশনী দ্বারা আপনার বই প্রকাশ করতে সাহায্য করা হবে ইনশা আল্লাহ।

সার্বিক যোগাযোগ: [email protected] অথবা এই আইডিতে মেসেজ করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
kiw kow kan