
ছাত্র-ছাত্রীদের জন্য নির্বাচিত ফতোয়া সংকলন
আল্লাহ তা‘আলা বলেন:
﴿ وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِمۡۖ فَسَۡٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ ٤٣ ﴾ [النحل: ٤٣]
“তোমার পূর্বে আমি ওহীসহ পুরুষই প্রেরণ করেছিলাম; তোমরা যদি না জান, তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা কর।” – (সূরা আন-নাহল: ৪৩)।
মুসলিম পুরুষ ও নারীর জীবনে এমন অনেক জটিল সমস্যার সৃষ্টি হয়, যে ব্যাপারে শরী‘য়তের বিধান জানা আবশ্যক হয়ে পড়ে। আর জ্ঞানীদের নিকট প্রশ্ন করা এবং তাদের নিকট ফতোয়া জানতে চাওয়াটা জ্ঞান অর্জনের অন্যতম চাবিকাঠি।
এই চিন্তা থেকেই সম্মানিত আলেম ও শাইখগণের নির্ভরযোগ্য ফতোয়াসমূহ থেকে একটি সহজ সংকলন তৈরি করা হয়েছে , যা সমাজের বিভিন্ন দল ও গোষ্ঠী গুরুত্বপূর্ণ মনে করে। তার মাঝে ছাত্র-ছাত্রীদের দলটি সমাজের মধ্যে একটি বড় অংশ হওয়ার কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের সাথে সংশ্লিষ্ট শর‘য়ী ফতোয়া সম্পর্কে অনেকেরই জানা প্রয়োজন।
আর এসব পৃষ্ঠার মধ্যে আমি ঐসব ফতোয়া থেকে বাছাইকৃত অংশ সংকলন করা হয়েছে। এবং সেগুলোর উৎস ও তথ্যসূত্রের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে। এটি সংকলন করেছেন মিরফাত বিনত কামিল আবদিল্লাহ উসরা।
এবং এটি বাংলায় অনুবাদ করেছেন মোঃ আমিনুল ইসলাম এবং সম্পাদনা করেছেন ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
বইটি যেসব শাইখগণের ফতোয়া থেকে সংকলিত তাদের মধ্যে অন্যতম হলেন :
- মুহাম্মদ ইবন ইবরাহীম
- ইবনু বায
- ইবনু ‘উসাইমীন
- ইবনু জাবরীন
- ইবনু ফাওযান এবং স্থায়ী পরিষদ প্রভৃতি সম্মানিত বিশেষজ্ঞ আলেমদের ফতোয়া থেকে সংকলিত।
বইটিতে ইন্টারেকটিভ লিংক ও কভার যুক্ত করা হয়েছে। মূল কপি ইসলাম হাউস থেকে সংকলিত।


