মিশকাত শরীফ বাংলা অনুবাদ (শেষ খন্ড)
মিশকাতুল মাসাবীহ হাদীস সংকলন গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। আমাদের উপমহাদেশে এটা বেশ জনপ্রিয় এবং মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। বিশিষ্ট হাদীস গ্রন্থকার শাইখ ওয়ালীউদ্দীন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ওরফে খতীব তাবরেযীর ‘মিশকাতুল মাসাবীহ” আসলে মুহাদ্দিস মুহীউস সুন্নাহ বাগাভী (রহ)-এর ‘মাসাবীহুস সুন্নাহ’ গ্রন্থের বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ।
এতে সহীহুল বুখারী ও মুসলিম ছাড়াও অন্যান্য প্রায় সকল হাদীস গ্রন্থ থেকে হাদীস বিষয় ভিত্তিক এনে সংকলিত করা হয়েছে। মিশকাত শরীফে কোন অধ্যায়ে সাধারণত তিনটি পরিচ্ছেদ থাকে।
প্রথম পরিচ্ছেদে এ শুধুমাত্র বুখারী ও মুসলিমের হাদীস উল্লেখিত থাকে।
দ্বিতীয় পরিচ্ছেদে থাকে অন্যান্য বিখ্যাত হাদীস গ্রন্থ যেমন তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুসনাদ আহমাদ প্রভৃতি গ্রন্থ থেকে উল্লেখিত হাদীস। তবে এগুলোর সনদের দিক থেকে শক্ত হাদীসগুলো এই পরিচ্ছেদে প্রাধান্য পায়।
তৃতীয় পরিচ্ছেদে তুলনামূলক দুর্বল সনদের হাদীসের প্রাধান্য বেশী। এ পরিচ্ছেদে দারে কুতনী, বায়হাকী, রাযীন, শারহুস সুন্নাহ, দারেমী প্রভৃতি হাদীস গ্রন্থের হাদীসের প্রাধান্য বেশী।
আমরা মিশকাতের এই অনুবাদটি সংগ্রহ করেছি সোলেমানীয়া প্রকাশনী থেকে। যেটাতে শুধুমাত্র বাংলা অনুবাদ রয়েছে।
এটি পূর্ণাঙ্গ ১১টি খন্ডে সমাপ্ত। সাইজের কথা চিন্তা করে ধারাবাহিকভাবে খন্ডগুলো প্রকাশ করা হচ্ছে।
বইটি সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য:
- পুরো বইটির অনুবাদ নেয়া হয়েছে সোলেমানীয় প্রকাশনীর অনুবাদ থেকে।
- আরবী ইবারত নেই শুধুমাত্র বাংলা অনুবাদ।
- হাদীসের টীকা অনুবাদক কর্তৃক সংযোজিত।
- হাদীসগুলোর তাহক্বীক আমরা কলম দিয়ে লিখে স্ক্যান করেছি।
- হাদীসের তাহক্বীক গুলো নেয়া হয়েছে শাইখ নাসিরুদ্দীন আলবানী রচিত তাহক্বীক মিশকাত থেকে।
- তাহক্কীক হাদীস গুলোর নম্বর নেয়া হয়েছে মুযাফফর বিন মুহসিন রচিত “মিশকাতে বর্ণিত জাল ও যইফ হাদীস ১ম ও ২য় খন্ড” থেকে নেয়া হয়েছে।
- হাদীসের পরিচ্ছেদগুলোর শিরোনাম অনুবাদক কর্তৃক সংযোজিত।
- কিছু কিছু হাদীস এই অনুবাদটিতে মিসিং রয়েছে সেগুলো পরবর্তীতে সাজিয়ে নেয়া হবে ইনশাআল্লাহ।
- তাহক্বীকে শুধুমাত্র তাহক্বীকের মন্তব্যটি লিখা হয়েছে। বিস্তারিত তাহক্বীক পড়ার জন্য শায়খ আলবানী রচিত ” তাহক্বীক মিশকাত” পড়ার অনুরোধ রইলো।
- বইটি পছন্দ হলে নিকটস্থ লাইব্রেরী থেকে কেনার অনুরোধ রইলো প্রকাশক বা লাইব্রেরীর ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়।
এক নজরে দশম খন্ড :
- মি’রাজ এর প্রেক্ষিতে রাসূল (সা)-এর গুরুত্ব
- মুজিজার গুরুত্ব
- কারামত সম্পর্কে বর্ণনা
- রাসূল (সা)-এর ওফাত সম্পর্কে বর্ণনা
- রাসূলুল্লাহ (সা)-এর সম্পদের বর্ণনা
- কুরাইশ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলী
- সাহাবীগণের ফযীলত
- রাসূলুল্লাহ (সা)-এর বন্ধুরুপে আবু বকর (রা)
- হযরত উমার (রা)-এর গুরুত্ব
- আবু বকর ও উমার (রা)-এর গুরুত্ব
- উসমান রা এর ফযীলত
- আবু বকর, ওমর ও ওসমান (রা) এর প্রতি গুরুত্ব
- আলী (রা)-এর প্রতি গুরুত্ব
- আশারায়ে মুবাশশারা (রা)-দের গুরুত্ব
- রাসূলুল্লাহ (স)-এর পরিবার পরিজনদের প্রতি গুরুত্ব
- রাসূলুল্লাহ (সা)-এর পত্নীদের প্রতি গুরুত্ব
- বিবিধ বিষয়ের প্রতি গুরুত্ব
- ইয়ামান ও সিরিয়ার এবং ওয়াইস কুরনীর প্রতি গুরুত্ব
- উম্মাতে মুহাম্মাদীর প্রতি গুরুত্ব
মিশকাত শেষ খন্ড ডাউনলোড
আগের খন্ডের ডাউনলোড লিংক
বিশেষ দ্রষ্টব্য: বইটির তাহক্বীকগুলো হাতে লিখেছেন আমাদের এক ভাই । তাঁর ভুল হতেও পারে তবুও মিলিয়ে নিবেন। কোনটি ভুল হলে তত্ক্ষণাত জানাবেন। আমরা সংশোধন করে নিবো ইনশাআল্লাহ। নতুবা ভুল গুলো থাকলে অন্যরাও বিভ্রান্ত হবে ।
আমরা যে দুইটি গ্রন্থ থেকে তাহক্বীকগুলো নিয়েছি তা হলো:
১. মিশকাতে বর্ণিত যইফ ও জাল হাদীস সমূহ ১
২. মিশকাতে বর্ণিত যইফ ও জাল হাদীস সমূহ ২ৃ
যে কোন প্রকার পরামর্শ ও মন্তব্যের জন্য আমাদের ফেসবুক পেজে যোগ দিন।
অথবা আমাদের মেইল করুন এই ঠিকানায়।
I cannot download Meskat sorif part- 9
Report- 404 Error – Page not Found