প্রশ্নোত্তরে রাসূল (সা)-এর জীবনী (পর্ব-১০)
রাসূল (সা)-এর সাহায্যকারী
প্রশ্ন: রাসূল (সা) কে মক্কার কোন কাফিররা সাহায্য করেছিলো ?
উত্তর: মক্কার কাফিরদের মধ্যে কয়েকজন কাফির রাসূল (সা)-কে সাহায্য করেছিলো।
প্রশ্ন: শেষ পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করেনি কিন্তু রাসূল (সা)-কে সাহায্য করেছে তাদের নাম কী ?
উত্তর: তারা হলেন- আবু তালিবা, মুত’ইম বিন আদি এবং আবুল বু’খতারি।
প্রশ্ন: আবু তালিব কে ?
উত্তর: আবু তালিব ছিলেন রাসূল (সা)-এর চাচা।
প্রশ্ন: শত্রুদের হাত থেকে তিনি কতদিন রাসূল (সা)-কে রক্ষা করেছিলেন ?
উত্তর: ইসলামের শুরু থেকে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রায় ১৩ বছর তিনি রাসূল (সা)-কে রক্ষা করেছিলেন।
প্রশ্ন: মুত’ইম বিন আদি কে ?
উত্তর: তিনি ছিলেন মক্কার একজন নেতা।
প্রশ্ন: রাসূল (সা)-কে তিনি কখন আশ্রয় দিয়েছিলেন ?
উত্তর: রাসূল (সা) যখন তায়েফ থেকে ফিরে আসলেন এবং মক্কায় প্রবেশ করতে চাইলেন, তখন মুতততত’ইম বিন আদি তাকে আশ্রয় দেন।
প্রশ্ন: তিনি কখন ইনতিকাল করেন ?
উত্তর : তিনি বদর যুদ্ধে নিহত হন।
প্রশ্ন: আবুল বুখতারি কে ?
উত্তর: তিনি ছিলেন একজন কবি।
প্রশ্ন: রাসূল (সা)-কে তিনি কখন সাহায্য করেছিলেন ?
উত্তর: তিনি সামাজিক বয়কটের বিরুদ্ধে কখা বলেন এবং বয়কট প্রত্যাহারের জন্য জনমত তৈরি করেন।
প্রশ্ন: তিনি কখন নিহত হন ?
উত্তর: তিনি বদর যুদ্ধে নিহত হন।
(চলবে)
এ সম্পর্কিত অন্যান্য পোস্টগুলো :
- প্রশ্নোত্তরে রাসূল (সা)-এর জীবনী (পর্ব-১)
- প্রশ্নোত্তরে রাসূল (সা)-এর জীবনী (পর্ব-২)
- প্রশ্নোত্তরে রাসূল (সা)-এর জীবনী (পর্ব-৩)
- প্রশ্নোত্তরে রাসূল (সা)-এর জীবনী (পর্ব-৪)
- প্রশ্নোত্তরে রাসূল (সা)-এর জীবনী (পর্ব-৫)
- প্রশ্নোত্তরে রাসূল (সা)-এর জীবনী (পর্ব-৬)
- প্রশ্নোত্তরে রাসূল (সা)-এর জীবনী (পর্ব-৭)
- প্রশ্নোত্তরে রাসূল (সা)-এর জীবনী (পর্ব-৮)
- প্রশ্নোত্তরে রাসূল (সা)-এর জীবনী (পর্ব-৯)