আকীদা বিষয়ক প্রশ্নোত্তর (পর্ব-১)

১. প্রাথমিক পর্যায়ের ফরয কাজ ৪টি কী কী ?

উত্তর ঃ- জ্ঞান-শিক্ষা করা, আমল করা,প্রচার করা ও এ সবে ধৈর্যধারণ করা।

২. শির্ক কয় প্রকার ও কী কী?

উত্তর ঃ- ৩ প্রকার বড় শির্ক, ছোটশির্ক ও গুপ্ত শির্ক।

৩. মুর্তাদ কাকে বলে?

উত্তর ঃ- মুর্তাদ (ধর্মত্যাগী) সেই,যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগকরে বিধর্মী বা ধর্মহীন হয়ে যায়।

৪. মুনাফিকী কয় প্রকার?

উত্তর ঃ- ২ প্রকার ১. বিশ্বাসগত  (বড়)মুনাফিকী ও কর্মগত (ছোট) মুনাফিকী।

৫. কর্মগত (ছোট) মুনাফিকীর নিদর্শন কয়টি?

উত্তর ঃ- ৫টি ঃ মিথ্যা বলা,প্রতিশ্র“তি ভঙ্গ করা, চুক্তি ভঙ্গ করা,আমানতে খিয়ানত (বিনষ্ট)করা এবং বাদানুবাদ কালে অশ্লীল কথা  বলা।

৬. পাপ কয় প্রকার ও কী কী?

উত্তর ঃ- পাপ সাধারণতঃ তিন প্রকার ঃ অতি মহাপাপ, মহাপাপ ও লঘু  বা উপপাপ।

৭. আল্লাহর আকার আছে তার প্রমাণ কী?

উত্তর ঃ- তাঁর চেহারা দেখা যাবে বেহেশ্তে। তাঁর কোন দৃষ্টান্ত ও উদাহরণ নেই।

৮. ঈমান তিনটি বিষয়ের সমষ্টির নাম। তা কী কী?

উত্তর ঃ- অন্তরে বিশ¡াস করা, মুখে ¯¦ীকার করা এবং কাজে পরিণত   করা।

৯. বিপদে গায়রুল্লাহকে কখন ডাকা যাবে?

উত্তর ঃ- গায়রুল্লাহকে বিপদে সাহায্যের আশায়৩টি শর্তে ডাকা যাবে ঃ-(ক) যাকে আহবান করা হয়, তাকে জীবিত হতে হবে। (খ)তাকে উপস্থিত থাকতে হবে। (গ) তার সাহায্য করার মত ক্ষমতা থাকতে হবে।

১০. কিয়ামতে শাফাআত বা সুপারিশের শর্তাবলী কী কী?

উত্তর ঃ- (ক) সুপারিশকারীর সুপারিশ করার ক্ষমতা থাকতে হবে। (খ) যার জন্য সুপারিশ করা হবে তাকে তৌহীদবাদী (শির্কহীন)  মুসলিম হতে হবে। (গ) যার জন্য  সুপারিশ করা হবে তার উপর আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। (ঘ)  সুপারিশকারীর জন্য আল্লাহর অনুমতি হতে হবে।

১১. তাগূত কাকে বলে?

উত্তর ঃ- প্রত্যেক সেই পূজ্যমান উপাস্যযে আল্লাহর পরিবর্তে পূজিত হয়এবং সে তার এই পূজায় সম্মত

থাকে অথবা আল্লাহ ও তদীয় রসূলের অবাধ্যতায় প্রত্যেক অনুসৃত বা মানিত ব্যক্তিকেই তাগূত বলা হয়।

১২. প্রধান তাগূত পাঁচটি। তা কী কী?

উত্তর ঃ- (ক) শয়তান। (খ) আল্লাহর বিধান বিকৃতকারী অত্যাচারী শাসক।(গ) আল্লাহর অবতীর্ণকৃত বিধান ছেড়ে অন্য বিধানানুসারে বিচারকর্তা শাসক। (ঘ) আল্লাহ ব্যতীত ইলমে গায়েবের দাবীদার। (ঙ) আল্লাহর পরিবর্তে যার পূজা করা ও যাকে (বিপদে) আহবান করা হয় এবং সে এতে সম্মত থাকে।

১৩. দ্বীন এসেছে মানুষের পাঁচটি প্রয়োজনীয় জিনিস রক্ষা করতে। তা কী কী?

উত্তর ঃ- জান, ঈমান, জ্ঞান, মান ও ধন।

১৪. দ্বীনের পর্যায় কয়টি ও কী কী?

উত্তর ঃ- ৩টি ঃ ঈমান, ইসলাম ও ইহসান।

১৫. ইসলাম মানে কী?

উত্তর ঃ- আত্মসমর্পণ।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
skybet88 skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 slot bonus new member skybet88 skybet88 skybet88 slot gacor skybet88 skybet88