ইসলামে মদীনা সনদ ( অডিও লেকচার )
বর্তমানে আমাদের দেশে মদীনা সনদ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অথচ এ বিষয়ে আমাদের মধ্যে সুধারণা নেই। মদীনা সনদ কি ? এর গুরুত্ব কি ? আমাদের সংবিধান কি মদীনা সনদ না কুরআন সুন্নাহ হওয়া উচিত ? এ সব প্রশ্নের উত্তর দিয়েছে শাইখ আহমাদউল্লাহ। এই ত্রিশ মিনিটের লেকচারটিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সেই সাথে আমাদের বিভ্রান্তিগুলোও তুলে ধরা হয়েছে।