ইমাম নববীর ৪০ হাদীস ( হাদীস নং- ১৪ )

হাদীস-১৪

শিরোনামঃ  মুসলিমের রক্তের বৈধতার সূত্র।
عَنْ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلم “لَا يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ [ يشهد أن لا إله إلا الله، وأني رسول الله] إلَّا بِإِحْدَى ثَلَاثٍ: الثَّيِّبُ الزَّانِي، وَالنَّفْسُ بِالنَّفْسِ، وَالتَّارِكُ لِدِينِهِ الْمُفَارِقُ لِلْجَمَاعَةِ”.
رَوَاهُ الْبُخَارِيُّ [رقم:6878]، وَمُسْلِمٌ [رقم:1676].

অনুবাদ;

ইবনে মাসউদ (রা:) হতে বর্ণিত, তিনি বলেন: রাসূল (সা:) বলেছেন: কোন মুসলিমের রক্তপাত করা তিনটি কারণ ব্যতীত বৈধ নয়; ১. বিবাহিত ব্যক্তির ব্যভিচার, ২. প্রাণের বদলে প্রাণ, ৩.দ্বীনকে পরিত্যাগ করে মুসলিম জামাআত হতে বিচ্ছিন্ন হওয়া।

-বুখারী ও মুসলিম।

 

হাদীসের শিক্ষাঃ

  1. মুসলিমদের সামগ্রিক বিষয় সম্মানের দৃষ্টিতে দেখতে হবে, হাদীসে উল্লেখিত তিনটি কারণ ব্যতীত মুসলিমের রক্তপাত হারাম।
  2. ব্যভিচার , হত্যা ও কুফর হতে বিরত থাকতে হবে, এগুলি কবীরা গুনাহ। ব্যক্তি ও সমাজের বিপর্যয়ের বিরাট কারণ।
  3. মুসলমানদের জামা’আতবদ্ধ থাকা আবশ্যক, তা থেকে বিচ্ছিন্ন থাকা নিষিদ্ধ।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
slot online skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 rtp slot slot bonus new member skybet88 mix parlay slot gacor slot shopeepay mix parlay skybet88 slot bonus new member