ইমাম নববীর ৪০ হাদীস ( হাদীস নং- ১১)

হাদীস-১১

শিরোনামঃ সন্দেহমুলক বিষয় হতে দূরে থাকা।

عَنْ أَبِي مُحَمَّدٍ الْحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ سِبْطِ رَسُولِ اللَّهِ صلى الله عليه و سلم وَرَيْحَانَتِهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: حَفِظْت مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه و سلم “دَعْ مَا يُرِيبُك إلَى مَا لَا يُرِيبُك”.
رَوَاهُ التِّرْمِذِيُّ [رقم:2520]، وَالنَّسَائِيّ [رقم: 5711]، وَقَالَ التِّرْمِذِيُّ: حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

অর্থ:

রাসূল (সা:) এর স্নেহাষ্পদ দৌহিত্র আবু মোহাম্মদ হাসান বিন আবি তালিব (রা ) হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (সা:) এর নিকট হতে একথা শুনে স্মরণ রেখেছি: সন্দেহ যুক্ত বিষয় বর্জন করে সন্দেহমুক্ত বিষয় গ্রহণ কর। – তিরমিযী, নাসায়ী।

তিরমিযী বলেছেন: হাদীসটি হাসান সহীহ।

 

হাদীসের শিক্ষাঃ

১.সন্দেহযুক্ত বিষয় সমূহ হতে বিরত থাকা উত্তম। বৈধ ও সন্দেহমুক্ত বিষয়সমূহ গ্রহনে ব্রতী হতে হবে । কেননা, যে সন্দেহযুক্ত বিষয হতে বেঁচে থাকবে তার দ্বীনের উপর অটল থাকা সহজ হয়ে যাবে।

 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
skybet88 skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 slot bonus new member skybet88 skybet88 slot gacor skybet88 skybet88