কবীরাহ গুনাহ’র তালিকা

কবীরা গুনাহ থেকে বেঁচে থাকুনঃ

আমরা অনেক সময় না জেনেই কবীরাগুনাহ করে ফেলি। নিচে কবীরা গুনাহ সমূহের তালিকাটি দেওয়াহলো।

০১. আল্লাহর সাথে শিরক করা;
০২. কাউকে খুন করা;
০৩. যাদু করা;
০৪. নামাযে অবহেলা করা;
০৫. যাকাত না দেয়া;
০৬. ওযর ব্যতীত রমযানের রোযা না রাখা;
০৭. সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জ্ব না করা;
০৮. পিতা মাতার অবাধ্য হওয়া;
০৯. আত্মীয়তার বন্ধন ছিন্ন করা;
১০. যিনা করা;
১১. সমকামিতা করা;
১২. সুদ দেয়া বা নেয়া;
১৩. এতিমের মাল ভক্ষণ;
১৪. আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি মিথ্যাচার;
১৫. জিহাদের ময়দান থেকে পলায়নকরা;
১৬. শাসক কর্তৃক জনগণকে অত্যাচার করা;
১৭. অহংকার করা;
১৮. মিথ্যা সাক্ষ্য দেয়া;
১৯. মদ পান করা;
২০. জুয়া খেলা;
২১. সতী নারীর উপর অপবাদ দেয়া;
২২. গনীমতের মাল আত্মসাত করা;
২৩. চুরি করা;
২৪. ডাকাতি করা;
২৫. রাহাজানি করা;
২৬. মিথ্যা শপথ করা;
২৭. যুলুম করা;
২৮. চাঁদাবাজি করা;
২৯. হারাম বস্তু ভক্ষণ করা;
৩০. আত্মহত্যা করা;
৩১. অধিকাংশ কথায় মিথ্যা বলা;
৩২. অন্যায় অবিচার করা;
৩৩. ঘুষ আদান প্রদান করা;
৩৪. নারী-পুরুষ একে অপরের বেশভূষা গ্রহণ করা;
৩৫. পরিবারবর্গের অশ্লীলতাকেপ্রশ্রয় দেয়া;
৩৬. তালাকপ্রাপ্তকে হিলা করা;
৩৭. প্রশ্রাব থেকে পবিত্র না হওয়া;
৩৮. রিয়া; (লোক দেখানো ভালো কাজ করা)
৩৯. দুনিয়ার জন্য জ্ঞানার্জন করা;
৪০. আমানতের খিয়ানত করা;
৪১. খোটা দেয়া;
৪২. অন্যায়ভাবে কোন মুসলমানকে অভিশাপ দেয়া;
৪৩. ওয়াদা ভঙ্গ করা;
৪৪. গণকের কথায় বিশ্বাস করা;
৪৫. স্বামী-স্ত্রীর অধিকার খর্ব করা;
৪৬. ছবি অঙ্কন করা;
৪৭. বিদ্রোহ করা;
৪৮. অহংকার করা;
৪৯. উচ্চস্বরে বিলাপ করা;
৫০. দাস-দাসীর সাথে নিষ্ঠুর আচরণ করা;
৫১. জীব-জন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করা;
৫২. মুসলমানকে উত্যক্ত করা;
৫৩. সৎ ও খোদাভীরুকে কষ্ট দেয়া;
৫৪. অহংকারবশত টাখনুর নিচে কাপড় পরিধান করা;
৫৫. পুরুষের জন্য স্বর্ণ ও রেশম ব্যবহার;
৫৬. মনিবের কাছ থেকে গোলামের পলায়ন;
৫৭. প্রতিবেশীকে কষ্ট দেয়া;
৫৮. আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা;
৫৯. তর্ক-বিতর্কের মাধ্যমে সত্যের বিরোধিতা করা;
৬০. উদ্বৃত্ত পানি অন্যকে ব্যবহার করতে না দেয়া;
৬১. জেনেশুনে অন্যের সন্তান বলে পরিচয় দেয়া;
৬২. মাপে, ওজনে কম দেয়া;
৬৩. আল্লাহর আযাব সম্পর্কে উদাসীনতা প্রদর্শণ করা;
৬৪. আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া;
৬৫. বিনা ওযরে জামায়াত ত্যাগ করা;
৬৬. বিনা ওযরে জুময়া ত্যাগ করা;
৬৭. ওসিওতের মাধ্যমে কোন উত্তরাধিকারীকে বঞ্চিত করা;
৬৮. ধোকাবাজি ও প্রতারণা করা;
৬৯. মুসলমানদের গোপনীয় বিষয় ফাঁস করা এবং
৭০. সাহাবাদের কাউকে গালি দেয়া।

আল্লাহ আমাদেরকে এইসব গুনাহ থেকে বেচে থাকার তৌফিক দিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
skybet88 skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 slot bonus new member skybet88 skybet88 slot gacor skybet88 skybet88