তাহকীক সুনান ইবনে মাজাহ সম্পূর্ণ ডাউনলোড

সুনান ইবনে মাজাহ প্রসিদ্ধ ছয়টি হাদীস গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। হাদীস শাস্ত্রে ইমাম ইবনে মাজাহর অন্যতম অবদান এটি। ইমাম ইবন মাজাহ (রহ) সারাজীবন গভীর সাধনা, নিরবচ্ছিন্ন অধ্যবসায় ও ঐকান্তিক অভিনিবেশের মাধ্যমে হাদীস সংগ্রহ ও লিপিবদ্ধ করেন। এ গ্রন্থে অনেক মূল্যবান হাদীস রয়েছে যা অন্য কুতুবে সিত্তাহতে নেই। গ্রন্থটিতে ইমাম ইবনে মাজাহ ফিকহী মাসআলার তরতীব অনুযায়ী বিন্যস্ত করেছেন।  হাদীসের বিন্যাস পদ্ধতি অনুপম ও অনন্য সাধারণ। সেই সাথে কোন পুন:পুন: হাদীস উল্লেখ করা হয়নি। এর বাব (পরিচ্ছেদ) গুলো দীর্ঘ নয়। এই গ্রন্থটির পূর্ণাঙ্গ তাহকীক সহ অনুবাদ ও প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন্স। সবগুলো খন্ড একত্রিত করে জিপ (zip) আকারে ডাউনলোড লিংক দেয়া হয়েছে।

এই অনুবাদটি অনন্য বৈশিষ্ট্য :

  1. হাদীসের প্রাণ সনদ নিয়ে এই প্রথম আরবীর পাশাপাশি  বাংলায় পূর্ণাঙ্গ সনদ উল্লেখ করা হযেছে।
  2. যেসব রাবী দুর্বল সেসব আলাদাভাবে আন্ডারলাইন করা হয়েছে।
  3. কোন হাদীসের একাধিক সনদ থাকলে তার সবগুলোই আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।
  4. কোন হাদীসের সনদে দুর্বলতা থাকলেও অন্য হাদীসে শাহেদ হাদীষ থাকলেও তা উল্লেখ করা হেয়ছে।
  5. প্রতিটি খন্ডের শেষে হাদীস বর্ণনাকারী দুর্বল রাবীদের সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করা হয়েছে। যা রিজালে ডিরেক্টরীর সাথে তুলনা করা যায়।
  6. রাবীদের জারাহ তা’দী বা দোষগুণ বর্ণনাকারী শতাধিক মুহাক্কিগণের নামের তালিকা ও তাদের উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে।
  7. অন্যান্য প্রসিদ্ধ হাদীস গ্রন্থের আলোকে তাখরীজ করা হয়েছে। সেই সাথে তাহক্বীকও উল্লেখ করা হয়েছে।
  8. একই বিষয়ের হাদীস অন্য হাদীসের সাথে মিল থাকলে সেটারও নম্বর দেয়া হয়েছে।
  9. বাংলা সূচীপত্রের পাশাপাশি আরবী সূচীও উল্লেখ করা হয়েছে।
  10. হাদীসে কুরআনের আয়াত আসলেও তা সূরা ও আয়াত নম্বর সহ উল্লেখ করা হয়েছে।
  11. কোন পর্বে কতটি অধ্যায় ও কতটি হাদীস রয়েছে তা সংক্ষিপ্তভাবে জানার জন্য বিশেষ সূচী নির্দেশিকা রয়েছে।
  12. হাদীসে কুদসী চিহ্নিত করা রয়েছে।
  13. মুতাওয়াতির, মারফু, মাওকুফ, মাকতু হাদীস চিহ্নিত করা রয়েছে।
  14. প্রতিটি খন্ডের শেষে পরবর্তী খন্ডে সুচী নির্দেশিকা রয়েছে।
  15. সুনান ইবনে মাজাহতে ইমাম ইবনে মাজাহ ও তাঁর ছাত্রদের বক্তব্যও উল্লেখ রয়েছে।
  16. বইটিতে ইন্টারেকটিভ লিংক যুক্ত করা রয়েছে।

Tahkik Sunan Ibn Majah Full

বইগুলো স্ক্যান করেছে এই ফেসবুক গ্রুপ। আল্লাহ তাদের কবুল করুন।

বিশেষ দ্রষ্টব্য : পি.ডি.এফ মূল বইয়ের বিকল্প নয়। বইটি ভাল লাগলে অবশ্যই বইটি কিনবেন, প্রকাশককে সহায়তা করবেন।

 

 ডাউনলোড

pdf_download_button1

বইটি পাওয়ার কিছু  উল্লেখ যোগ্য লাইব্রেরী ও প্রকাশনী:

১. আল্লামা আলবানী একাডেমী, ৬৯/১ পুরনো মোগলাটুলী, ঢাকা-১০০০ যোগাযোগ : ০১১৯৯-১৪৯৩৮০, ০১৯১১৩১১০৯১

২. হুসাইন আল মাদানী প্রকাশনী, ৩৮, বংশাল নতুন  রাস্তা, ঢাকা-১০০০। ফোন : ৭১১৪২৩৮, ৯৫৬৩১৫৫

৩. তাওহীদ পাবলিকেশন্স, ৯০, হাজী আব্দুল্লাহ সরকার লেন, ঢাকা-১০০০। ফোন : ৭১১২৭৬২ মোবাইল : ০১৭১১৬৪৬৩৯৬

৪. ওয়াহীদীয়া ইসলামী লাইব্রেরী, রাণীবাজার ( মাদরাসা মার্কেটের সামনে ), রাজশাহী, মোবাইল : ০১৯২২৫৮৯৬৪৫

৫. পৃথিবী বুক স্টল, ( স্টেশন মেইন গেটের সামনে ), স্টেশন রোড, দিনাজপুর।

৬. E.C.S লাইব্রোরি, আব্দুস সবুর চৌ: কুদরত উল্লাহ মার্কেট,বন্দর বাজার, সিলেট মহানগর। মোবাইল: ০১৯২০৭৩৭৭৩০

৭. হাদীস একাডেমী, ২১৪, বংশাল রোড, ঢাকা-১১০০। ফোন: ০২-৭১৬৫১৬৬, মোবাইল: ০১১৯১-৬৩৬১৪০, ০১৯১৫-৬০৪৫৯৮।

এছাড়া আপনার নিকটস্থ লাইব্রেরীতে খোঁজ করুন। আপনার কোন নিকটস্থ লাইব্রেরীর খোঁজ থাকলে আমাদের জানান আমরা পোস্টে অ্যাড করে দিবো ইনশাআল্লাহ।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
slot online skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 rtp slot slot bonus new member skybet88 mix parlay slot gacor slot shopeepay mix parlay skybet88 slot bonus new member