কুফরি ফতোয়া ও তার কুপ্রভাব

বর্তমান মুসলিম সমাজে কুফরি ফতোয়াকে কেদ্র করে বিভিন্ন ধরণের জটিলতা ও সমস্যা সৃষ্টি হচ্ছে। কি করলে বা বললে সত্যিকারে কুফরি হয় আর কি করলে কুফরি হয় না। এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট কুরআন ও বিশুদ্ধ হাদীসের আলোকে সঠিক জ্ঞান থাকা জরুরি। কেননা, কোন প্রমাণ ছাড়া মুসলিম ব্যক্তিকে কাফের ও মুরতাদ ফতোয়া দেওয়া বিরাট জঘন্য কাজ। বরং কাউকে কাফের বললে সে প্রকৃতভাবে কাফের না হলে সে কুফরি নিজের উপরেই ফিরে আসে।
মনে রাখতে হবে যে, প্রত্যেক কুফরিকারী কাফের নয়। বরং কুফরি ফতোয়ার জন্য জরুরি হলো: বিশেষ কিছু শর্তের উপস্থিতি ও কিছু নিষেধাজ্ঞার অনুপস্থিতি। যেমন: জবরদস্তী বা অজ্ঞতা কিংবা সংশয় অথবা ব্যাখ্যা ইত্যাদির কোন একটি পাওয়া গেলে কুফরি ফতোয়া দেওয়া হারাম। এই স্পর্শকাতর বিষয়েই এই বইটির অবতারণা। বইটি লিখেছেন: শাইখ আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল। বইটি প্রকাশ করেছে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী। Kufri Fatwa o Tar Kuprovab

বইটির  আলোচ্য বিষয়গুলোর অন্যতম হলো :

  • কুফর শব্দের অর্থ ও এর প্রকারভেদ
  • বড় কুফরি ও ছোট কুফরির মধ্যে পার্থক্য
  • কুরআন-হাদীসে কুফর শব্দ পাপ অর্থে ব্যবহার
  • কুফরি ফতোয়ার ক্ষেত্রে দুটি মূলনীতি
  • কুফরী ফতোয়ার ভয়ংকর পরিণাম
  • কুফরী ফতোয়ার কারণসমূহ
  • কি করলে কুফরি হয় আর কি করলে কুফরি হয় না
  • যাদের কুফরির ব্যাপারে দলিল সুস্পষ্ট তাদেরকে সাধারণভাবে কুফরি ফতোয়া দেওয়ার বিধান
  • নির্দিষ্ট করে কাউকে কুফরি ফতোয়ার জন্য তার প্রতি দলিল সাব্যস্ত করণ
  • কুফরির জন্য শর্ত ও তার নিষিদ্ধতা
  • কবিরা (বড়) ও ছগিরা (ছোট) পাপের মাঝে পার্থক্য করার নীতিমালা
  • কুফরি ফতোয়ার কিছু ভুল চিত্র ও দৃশ্য
  • শাসকদের কুফরি ফতোয়ার ব্যাপারে দু’টি বিষয় ত্রুটিযুক্ত
  • কুফরি ফতোয়াবাজির চিকিৎসা
  • কুফরি ফতোয়া, বিস্ফোরণ ও ধ্বংসাত্মক কার্যকলাপের ভয়াবহতা সম্পর্কে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের বিবৃতি  প্রভৃতি

এক নজরে বইটি :

কুফরি ফতোয়া ও তার কুপ্রভাব

লেখক: শাইখ আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল

প্রকাশনায়: ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাজশাহী।

পৃষ্ঠা: ১৩০

সাইজ: ২ মেগাবাইট

ডাউনলোড

বইটির প্রাপ্তিস্থান:

১. ওয়াহীদীয়া ইসলামী লাইব্রেরী, রাণীবাজার (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী, মোবাইল : ০১৯২২৫৮৯৬৪৫

২. হুসাইন আল মাদানী প্রকাশনী, ৩৮, বংশাল নতুন  রাস্তা, ঢাকা-১০০০। ফোন : ৭১১৪২৩৮, ৯৫৬৩১৫৫

৩. তাওহীদ পাবলিকেশন্স, ৯০, হাজী আব্দুল্লাহ সরকার লেন, ঢাকা-১০০০। ফোন : ৭১১২৭৬২ মোবাইল : ০১৭১১৬৪৬৩৯৬

৪. আল্লামা আলবানী একাডেমী, ৬৯/১ পুরনো মোগলাটুলী, ঢাকা-১০০০ যোগাযোগ : ০১১৯৯-১৪৯৩৮০, ০১৯১১৩১১০৯১

৫. পৃথিবী বুক স্টল, ( স্টেশন মেইন গেটের সামনে ), স্টেশন রোড, দিনাজপুর।

৬. E.C.S লাইব্রোরি, আব্দুস সবুর চৌ: কুদরত উল্লাহ মার্কেট,বন্দর বাজার, সিলেট মহানগর। মোবাইল: ০১৯২০৭৩৭৭৩০

৭. হাদীস একাডেমী, ২১৪, বংশাল রোড, ঢাকা-১১০০। ফোন: ০২-৭১৬৫১৬৬, মোবাইল: ০১১৯১-৬৩৬১৪০, ০১৯১৫-৬০৪৫৯৮।

৮. হাদীস ফাউন্ডেশন বাংলাদেশের বই পাওয়া যায়, চট্টগ্রামে। মোবাইল:  01739448339, 01735337976

৯. সালাফি লাইব্রেরী, কম্পিউটার কমপ্লেক্স মার্কেট, বাংলাবাজার, ০১৯১৩-৩৭৬৯২৭

১০. হামিদিয়া লাইব্রেরী, রেলগেট, ছাতাপট্টি, বগুড়া ০১৭১১-২৩৫২৫৮

১১. সরোবর লাইব্রেরী, মডার্ণ মোড়, দিনাজপুর। ০১৭১৭-০১৭৬৪৫

১২. মোঃ আবু দাউদ, কক্সবাজার, মোবাইল: ০১১৯৯-৪৯৬৪৬৯

১৩. ইসলামিয়া লাইব্রেরী, বোনার পাড়া, সাঘাটা, গাইবান্ধা। ০১৭২৫-৬৩৮৬০৮

এছাড়া আপনার নিকটস্থ লাইব্রেরীতে খোঁজ করুন। আপনার কোন নিকটস্থ লাইব্রেরীর খোঁজ থাকলে আমাদের জানান আমরা পোস্টে অ্যাড করে দিবো ইনশাআল্লাহ।

এ সম্পর্কিত আরও পোস্ট

২টি মন্তব্য

  1. আমি ব্যাকুলভাবে জানতে চাই যে, এমন কেউ আছেন কি, যিনি আল্লাহর রহমতে কোনকিছু না শুনেই শুধু দেখেই বলতে পারবেন কি হয়েছে, কিভাবে এবং কি কারনে হয়েছে এমনকি কে করেছে????
    আমি বা আমাদের পরিবার হয়তো আমার জন্মের পূর্ব থেকে আক্রান্ত এবং যার ফল আমি বেশী ভোগ করে যাচ্ছি। আমি ধর্মভীরু একটু বেশী আমল করি তারপরও নরকের জীবনযাপন করে যাচ্ছি।
    কারো ভেতর বিন্দুমাত্র দয়ামায়া থাকলে আমাকে উপকার করুন।

    1. সবর করুন দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার আর আল্লাহরর কাছে দুয়া করুন যাতে ইমান এর সহিত মারা জেতে পারেন ইনশাআল্লাহ আপ্নার সমসসা সমাধান হয়ে জাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
slot online skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 rtp slot slot bonus new member skybet88 mix parlay slot gacor slot shopeepay mix parlay skybet88 slot bonus new member