যইফ ও জাল হাদীস সিরিজ (২য় খন্ড)

উম্মাতের মাঝে জাল ও যইফ হাদীস এর কুপ্রভাব দূর করতে মুহাদ্দিসগণের প্ররিশ্রমের অন্ত নেই। আল্লাহর এই ওয়াহী সংরক্ষণ করতে তাঁরা পরিশ্রম করেছেন। তারা সহীহ ও যইফ হাদীসগুলোকে আলাদা করে আমাদের মাঝে তুলে ধরেছেন যাতে আমরা যইফ হাদীসে উপর আমল করে বিভ্রান্ত না হই। এছাড়া যেন আমরা সহীহ হাদীসের উপর আমল করতে পারি। এরকমই একজন গত শতাব্দীর অন্যতম সেরা মুহাদ্দিস শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ)। তিনি যইফ ও জাল হাদীস সিরিজ নিয়ে “সিলসিলাতুল যইফাহ ওয়াল মাউযুআহ’ নামে হাদীস সিরিজ লিখেছেন। এই বইটিরই ১ম থেকে ৪র্থ খন্ড প্রকাশ বাংলায় প্রকাশিত হয়েছে। এই গ্রন্থটির প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় খন্ড ইন্টারনেটে প্রকাশিত হয়েছিলো। কিন্তু কোয়ালিটি তেমন ভালো ছিলো না। এই কপিটিতে হাই কোয়ালিটি স্ক্যান করা হয়েছে। পরবর্তিতে প্রথম খন্ডও প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

বইটির অনুবাদ করেছেন আবূ শিফা আকমাল হুসাইন বিন বাদীউযযামান। প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন্স।

Silsilah Joifah wal Mawjuah 2nd part

বইটির অনন্য বৈশিষ্ট্য :

  1. বইটির শুরুতেই হাদীস সংকলন ও সংরক্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে।
  2. গ্রন্থটির তাহক্বীক বুঝতে হাদীসের পরিভাষা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে।
  3. বিভিন্ন বিষয়ের হাদীসগুলো ছড়িয়ে থাকলে সূচিপত্রে তা বিষয়ভিত্তিক আকারে উল্লেখ করা হয়েছে। সাথে হাদীসটির মানও উল্লেখ করা হয়েছে।
  4. হাদীসটি কোন গ্রন্থে রয়েছে তা উল্লেখ করা হয়েছে।
  5. হাদীসটির বিভিন্ন রাবী সম্পর্কে মুহাদ্দিসদের উক্তি উল্লেখ সাপেক্ষে শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ)-এর তাহক্বীক উল্লেখ করা হয়েছে।
  6. কোন হাদীসের অংশবিশেষ সহীহ হলে তাও উল্লেখ করা হয়েছে। সেটি সিলসিলাহ সহীহাহতে থাকলে তার নম্বর উল্লেখ করা হয়েছে।
  7. কোন হাদীসের তাহক্বীক  আলবানী (রহ) পরবর্তীতে পরিবর্তন করলে তাও উল্লেখ করা হয়েছে।

ডাউনলোড

পরবর্তী খন্ডের ডাউনলোড লিংক :

৩য় খন্ড

৪র্থ খন্ড

পিডিএফ বই কখনোই মূল বইয়ের বিকল্প নয়। বইটি পছন্দ হলে বইটি বাজার থেকে কিনুন। পেতে সমস্যা হলে আমাদের জানান।

বইটি স্ক্যান করেছে এই পেজ । সবাই এই পেজে লাইক দিয়ে নিয়মিত বই পেতে পারেন।

বইটির প্রাপ্তিস্থান:

  1. তাওহীদ পাবলিকেশন্স ফোন: ০১১৯০৩৬৮২৭২, ০১৭১১৬৪৬২৯৬
  2. প্রিন্স মেডিকেল স্টোর, চাড়ারগোপ, কালির বাজার, নারায়ণগঞ্জ ফোন: ৭৬১৩৩৮৩।
  3. ওয়াহিদীয়া ইসলামীয়া লাইব্রেরী, রাণীবাজার, মাদরাসা মার্কেটের সামনে, রাজশাহী । মোবাইল: ০১৯২২৫৮৯৬৪৫, ০১৭৩০৯৩৪৩২৫
  4. সালাফী লাইব্রেরী, কম্পিউটার কমপ্লেক্স মার্কেট, বাংলাবাজার, ঢাকা। মোবাইল : ০১৯১৩৩৭৬৯২৭।
  5. হামিদিয়া লাইব্রেরী, রেলগেট, ছাতাপট্টি, বগুড়া। মোবাইল : ০১৭১১-২৩৫২৫৮।
  6. আব্দুল্লাহ লাইব্রেরী, দিঘিরহাট, সাপাহার, নওগাঁ। মোবাইল : ০১৭৪৮-৯২২৭৯৬।
  7. দিনাজপুরে : পৃথিবী বুক স্টল, রেলস্টেশনের সামনে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
slot online skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 rtp slot slot bonus new member skybet88 mix parlay slot gacor slot shopeepay mix parlay skybet88 slot bonus new member